Advertisment

Mahua Moitra: বিরাট বিপাকে মহুয়া, প্রবল ঠাণ্ডায় বাড়ি খালি করার নোটিস

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের সমস্যা আরও বাড়তে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC leader Mahua Moitra

টিএমসি নেতা মহুয়া মৈত্র (পিটিআই, ফাইল)

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের সমস্যা আরও বাড়তে চলেছে। মঙ্গলবার এস্টেট ডিরেক্টরেট তাকে সরকারি বাংলো খালি করার জন্য উচ্ছেদের নোটিশ জারি করে। সংবাদ সংস্থা পিটিআই-কে কেন্দ্রীয় আবাসন ও নগরউন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার এই নোটিশ পাঠানো হয়েছে। যেহেতু উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে, তাই বাংলো খালি করার বিষয়টি নিশ্চিত করতে সেখানে আধিকারিকরা যাবেন।

Advertisment

মহুয়া মৈত্রকে গত মাসে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সাংসদকে অবিলম্বে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে। এই বাংলোটি তাকে সাংসদ হিসেবে বরাদ্দ করা হয়েছিল।

গত বছরের ৮ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এর আগে, তাকে ৭ জানুয়ারির মধ্যে বাংলোটি খালি করতে বলা হয়েছিল। তারপরে এস্টেট ডিরেক্টরেট ৮ জানুয়ারি একটি নোটিশ জারি করে তিন দিনের মধ্যে তার জবাব চেয়ে পাঠায় এও ই মর্মে কেন তিনি তার সরকারি বাসভবন খালি করেননি। এরপর ১২ জানুয়ারি ফের তাকে আরেকটি নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন : < Preesha Chakraborty: মাত্র ৯ বছরেই বিশ্বজয়, মার্কিন মুলুকে ‘ব্রাইটেস্ট’ বঙ্গতনয়া পৃষা চক্রবর্তী >

মহুয়া মৈত্রাকে 'অনৈতিক আচরণ'-এর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার গ্রহণের অভিযোগে এবং সংসদের ওয়েবসাইটের 'ইউজার আইডি এবং পাসওয়ার্ড' শেয়ার করার অভিযোগে গত বছরের ৮ ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কার করা হয়।

Mohua Moitra
Advertisment