Advertisment

ঘুষ কাণ্ডে জেরা..! এথিক্স কমিটির মুখোমুখি হতে সংসদে পৌঁছালেন মহুয়া মৈত্র

এথিক্স কমিটির সামনে হাজির হতে সংসদ ভবনে পৌঁছেছেন TMC সাংসদ মহুয়া মৈত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Nishikant Dubey asked to provide oral evidence against Mahua Moitra before Parliamentary committee , মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্নের অভিযোগের স্বপক্ষে প্রামাণ দিতে নিশিকান্ত দুবেরে ২৬ অক্টোবর তলব করল সংসদীয় এথিক্স কমিটি

মহুয়া মৈত্র।

টাকার বিনিময়ে  সংসদে প্রশ্ন করার অভিযোগে TMC সাংসদ মহুয়া মৈত্র সংসদের এথিক্স কমিটির সামনে হাজির হতে সংসদ ভবনে পৌঁছেছেন। কমিটির সদস্যরাও সংসদে পৌঁছেছেন। TMC সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে, গিরিধারী যাদব এবং  দানিশ আলিও সংসদ ভবনের নতুন অ্যানেক্সি বিল্ডিংয়ে অনুষ্ঠিত এথিক্স কমিটির বৈঠকে পৌঁছেছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ নিয়ে মহুয়াকে প্রশ্ন করবেন কমিটির সদস্যরা। ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ হিসাবে নগদ ২কোটি টাকা ও দামী উপহার নেওয়ার অভিযোগ উঠেছে TMC সাংসদের বিরুদ্ধে, এখন মহুয়াকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে।

Advertisment

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার মারাত্মক অভিযোগ অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখছে লোকসভার এথিক্স কমিটি । আজ, ২ নভেম্বর এথিক্স কমিটির সামনে হাজির হতে সংসদ ভবনে এসে পৌঁছালেন মহুয়া মৈত্র। হাজিরার আগের দিন ফের একবার আদানিকে নিয়ে বোমা ফাটালেন তৃণমূল সাংসদ। পাশাপাশি তিনি এক চিঠিতে ব্যবসায়ী দর্শন হিরানন্দানি, যার থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তাঁকেও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন। তৃণমূল সাংসদ বলেন,”পার্লামেন্টারি  কমিটিগুলির ফৌজদারি মামলা তদন্ত করার অধিকার নেই”।

আজ টিএমসি সাংসদ মহুয়া মৈত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজ তাকে লোকসভার এথিক্স কমিটির সামনে ঘুষ কাণ্ডে জেরার মুখোমুখি হতে হবে। এথিক্স কমিটি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে 'টাকার বিনিময়ে এবং সংসদে প্রশ্ন তোলা' সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে আজ হাজির হতে বলেছে। ইতিমধ্যেই সংসদ ভবনে হাজির হয়েছেন তিনি। এর আগে, ৫ নভেম্বরের পরে মহুয়াকে ডাকার অনুরোধ প্রত্যাখ্যান করে এথিক্স কমিটি। সূত্রের খবর, মহুয়ার বিরুদ্ধে ১৪ টি বিদেশ সফরের তথ্য না দেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, টাকা নিয়ে সংসদে প্রশ্ন করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে মহুয়া মৈত্রের লোকসভা পোর্টাল দুবাই থেকে ৪৭ বার লগ ইন করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, ১৫ অক্টোবর লোকসভার স্পিকারের কাছে লেখা একটি চিঠিতে মহুয়া মৈত্র’র বিরুদ্ধে শিল্পপতি দর্শন হিরানন্দানির ‘নির্দেশে’ লোকসভায় প্রশ্ন তোলার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আনেন। দুবে মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির কাছে 'মৌখিক প্রমাণ'ও জমা দিয়েছিলেন।

টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে সাংসদ পদ খোয়াতে হতে পারে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে। আজই তিনি লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হয়ে জেরার মুখোমুখি হবেন। তার আগে আজ তিনি এক্স-এ এক পোস্টে ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে এই পুরো ঘটনায় জেরা করার দাবি জানান। এথিক্স কমিটিকে চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র আরও দাবি  করেছেন যে সংসদীয় কমিটির ফৌজদারি মামলা তদন্ত করার অধিকার নেই। এটি কেবল তদন্তকারী সংস্থাই করতে পারে।

মহুয়া মৈত্রর বিরুদ্ধে টাকা্র বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ সামনে এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পাশাপাশি সংসদের লগইন পাসওয়ার্ডও শেয়ার করারও অভিযোগ রয়েছে। বিজেপি নেতা নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত  দেহাদ্রাই ইতিমধ্যেই এই বিষয়ে এথিক্স কমিটির সামনে হাজির হয়েছেন। তারা দু’জনই কিছুদিন আগে এথিক্স কমিটির সামনে হাজির হয়ে নিজেদের যুক্তি তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পরই ৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে হাজির হতে বলেছিল এথিক্স কমিটি। এর পরে মহুয়া মৈত্র ৫ নভেম্বরের পরেই তাকে ডাকার জন্য এথিক্স কমিটিকে অনুরোধ করেছিলেন। কিন্তু এথিক্স কমিটি তাকে ২ নভেম্বর হাজির হতে বলেছে।মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলেছেন যে তিনি 'ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের জবাব দিতে ২ নভেম্বর লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হবেন এবং তিনি সমস্ত তথ্য ফাঁস করবেন।

মহুয়ার বিরুদ্ধে কী অভিযোগ

আসলে মহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করার বিনিময়ে ব্যবসায়ী দর্শন  হিরানন্দানির কাছ থেকে টাকা ও উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। দর্শন হিরানন্দানি নিজেই তার হলফনামায় একথা স্বীকার করেছেন। হিরানন্দানি একটি  স্বাক্ষরিত হলফনামায় স্বীকার করেছেন গৌতম আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তাঁকে প্যাঁচে ফেলতেই মহুয়ার এই করসাজি।

হাজিরার আগের দিন এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহুয়া প্রশ্ন তোলেন কীভাবে বন্দর কেনায় ছাড় আদানিকে? আর সেই প্রশ্ন তুলেই তোলপাড় ফেললেন মহুয়া। টাকা নিয়ে সংসদে আদানি ইস্যুতে প্রশ্ন তোলার অভিযোগ রয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র’র বিরুদ্ধে। আরও একবার ফের আদানির বিরুদ্ধেই সুর চড়িয়েছেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন ‘বিজেপি র কাছে আমার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই’।

Mohua Moitra
Advertisment