/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Mahaua-Lekhi.jpg)
বামদিক থেকে মহুয়া মৈত্র, মধ্যে মীনাক্ষি লেখি ও ডানদিকে অরিন্দম বাগচি।
শনিবার বিদেশ মন্ত্রক (এমইএ) জানিয়েছে, হামাস সম্পর্কে সংসদে মন্ত্রী ভি মুরালিধরনের দেওয়া উত্তরকে প্রযুক্তিগত সংশোধন করা হচ্ছে। এই ব্যাপারে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচির বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির বলার কয়েক ঘণ্টা পরে সামনে এল। লেখি এবং মুরালিধরন, উভয়েই বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী। সোশ্যাল মিডিয়া X-এ এক পোস্টের জবাবে, শনিবার লেখি বলেছেন যে তিনি কোনও প্রশ্নের উত্তর অনুমোদন করেননি। একইসঙ্গে বলেছেন, 'তদন্ত অপরাধীকে প্রকাশ করবে।' বাগচি বলেন, 'আমরা লক্ষ করেছি যে লোকসভার প্রশ্ন নং ৯৮০-এর উত্তর ৮ ডিসেম্বর দিয়েছিলেন প্রতিমন্ত্রী ভি মুরালিধরন। এক্ষেত্রে একটি প্রযুক্তিগত সংশোধনের প্রয়োজন। তা করা হচ্ছে।'
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Meenakshi_Lekhi.jpg)
লোকসভার ওয়েবসাইটে আপলোড করা ৯৮০ নম্বর প্রশ্নের লিখিত উত্তরদাত্রী হিসেবে লেখিকেই দায়ী করা হয়েছিল। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে একটি পোস্টের জবাবে লেখি X-এ বলেন, 'আপনাকে ভুল জানানো হয়েছে। কারণ, আমি এই প্রশ্ন এবং এই উত্তরের সঙ্গে কোনও কাগজে স্বাক্ষর করিনি।' এই ব্যাপারে 'জঙ্গি সংগঠন হিসেবে হামাসের নাম ঘোষণা' শিরোনামের প্রশ্নটি কংগ্রেস সাংসদ কুম্বাকুদি সুধাকরন করেছিলেন। উল্লিখিত প্রশ্নের উত্তরে বলা হয়েছে, 'কোনও সংগঠনকে জঙ্গি তকমা দিয়ে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় আনা এবং কোনও সংগঠনকে জঙ্গি ঘোষণা করা সংশ্লিষ্ট সরকারি দফতরের আইন অনুযায়ী বিবেচ্য।' তার প্রেক্ষিতে শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী X-এ বলেছিলেন যে, 'তিনি (লেখি) দাবি করছেন যে এটি তাঁর জবাব নয়। যদি তাই হয়, তবে তা একটি গুরুতর আইন লঙ্ঘন। এখন এই বিষয়ে জরুরি হল, বিদেশ মন্ত্রকের থেকে স্পষ্টীকরণ।'
আরও পড়ুন- মোদীভক্ত পুতিন! রুশ প্রেসিডেন্টের মুখে শুধু ভারতের প্রধানমন্ত্রীর তারিফ
সংসদের নিম্নকক্ষে (লোকসভায়) কান্নুরের সাংসদ সুধাকরণ প্রশ্ন করেছিলেন, হামাসকে ভারতে জঙ্গি সংগঠন ঘোষণা করার কোনও প্রস্তাব কি সরকারের কাছে আছে? যদি তাই হয়, তার বিশদ বিবরণ এবং যদি না-হয়, তাহলে কারণ জানানো হোক। লোকসভা এবং বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটগুলোতে তাঁর নামে উল্লিখিত প্রশ্নের উত্তর রয়েছে বলে উল্লেখ করা হলে, লেখি বলেছেন যে একটি 'তদন্ত অপরাধীকে প্রকাশ করবে।' পালটা প্রিয়ঙ্কা চতুর্বেদী X-এ প্রশ্ন তোলেন, 'অন্য কারও মাধ্যমে উত্তর দাখিল করার অভিযোগে গতকালই একজন সাংসদকে (মহুয়া মৈত্র) বহিষ্কার করা হয়েছে। আজ একজন মন্ত্রী অস্বীকার করেছেন যে পিকিউ (সংসদের প্রশ্ন)-এর উত্তর তাঁর দ্বারা অনুমোদিত নয়। এটিও কি তদন্ত করা উচিত নয়? এই ব্যাপারে বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া কী?'। কংগ্রেস নেতা অমিতাভ দুবে X-এ লেখির পোস্টের জবাবে প্রশ্ন করেছেন, 'আপনার লগ ইন কে করেছে?'