Advertisment

রাম মন্দির নির্মাণে আইনেই ভরসা আরএসএসের

‘‘কোনও সম্প্রদায়ের সঙ্গে আমাদের বিরোধ নেই। আমরা ভিক্ষা চাইছি না। আমাদের আবেগ ব্যক্ত করছি মাত্র। রাম মন্দির তৈরির জন্য আইন প্রণয়নই একমাত্র উপায়।’’

author-image
IE Bangla Web Desk
New Update
vhp, ভিএইচপি

দিল্লিতে ভিএইচপি-র মিছিল। ছবি: প্রেমনাথ পাণ্ডে, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও রাম মন্দির নির্মাণ নিয়ে গলা হাঁকাল আরএসএস। আইন প্রণয়ন করে রাম মন্দিরে গড়ার পক্ষে ফের সওয়াল করল তারা। রাম মন্দির নির্মাণের জন্য আইন প্রণয়নই একমাত্র উপায় বলে এদিন মন্তব্য করেছেন আরএসএসের কার্যনির্বাহী প্রধান সুরেশ ভাইয়াজি যোশী।

Advertisment

দিল্লির রামলীলা ময়দানে বিশ্ব হিন্দু পরিষদের ‘ধর্ম সংসদ’ সভায় তিনি বলেছেন, ‘‘কোনও সম্প্রদায়ের সঙ্গে আমাদের বিরোধ নেই। আমরা ভিক্ষা চাইছি না। আমাদের আবেগ ব্যক্ত করছি মাত্র। রাম মন্দির তৈরির জন্য আইন প্রণয়নই একমাত্র উপায়।’’ অযোধ্যায় যতদিন না মন্দির নির্মাণ হচ্ছে, ততদিন তাঁদের আন্দোলন চলবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন ওই আরএসএস নেতা।

উল্লেখ্য, এর আগে বিজয়া দশমীর ভাষণ দিতে গিয়ে সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছিলেন, অযোধ্যায় রাম মন্দির গড়ার জন্য সরকারের উচিত প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। প্রয়োজনীয় আইন প্রণয়ন করেই রাম মন্দির গড়ার ব্যাপারে সরকারের সব জট কাটানো দরকার বলে মন্তব্য করেছিলেন ভাগবত।

আরও পড়ুন, রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স আনার কথা ভাবছে না বিজেপি

এদিকে, আরএসএসের পাশাপাশি রাম মন্দির নির্মাণ নিয়ে সোচ্চার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদও। মন্দির তৈরির জন্য বিল পেশ করার দাবি জানিয়ে গত ২৫ নভেম্বর থেকে অযোধ্যা-সহ ৭টি জায়গায় ধর্মীয় সভার আয়োজন করেছে তারা। দু’দিন বাদেই সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগেই রাম মন্দির তৈরির জন্য বিল পেশ করার দাবি জানিয়েছে তারা। অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য বিল আনার পক্ষে যাঁরা নন, তাঁরাও তাঁদের সিদ্ধান্ত বদলাবেন বলে আশাপ্রকাশ করেছেন ভিএইচপি-র মুখপাত্র বিনোদ বংশল। ধর্মীয় গুরুদের নিয়ে ভিএইচপি-র ‘ধর্ম সংসদ’ শেষ হবে প্রয়াগে। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি শেষ ‘ধর্ম সংসদ’ কর্মসূচি বলে জানা গিয়েছে।

বছর ঘুরলেই লোকসভা ভোট। কিন্তু সাড়ে ৪ বছর পার হলেও এখনও অযোধ্যায় মন্দির তৈরির প্রতিশ্রুতি পূরণ করেননি মোদী। এ নিয়ে কয়েকদিন আগেই সুর চড়িয়েছিল এনডিএ শরিক শিব সেনা। নাম না করে মোদীকে ‘কুম্ভকর্ণ’ বলে কটাক্ষ করেছিলেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। ‘‘আগে মন্দির, তারপরে সরকার’’, বলেও মন্তব্য করেছিলেন উদ্ধব।

Read the full story in English

RSS VHP Ram Temple
Advertisment