Advertisment

মহিলা বিধায়কদের আয় পুরুষ বিধায়কদের অর্ধেক, বলছে সমীক্ষা

সমীক্ষায় জানা গিয়েছে, দেশের বিধায়কদের মাত্র ৮ শতাংশ মহিলা। বার্ষিক গড় আয়ের ক্ষেত্রেও দেশের মহিলা বিধায়করা পিছিয়ে রয়েছেন অনেকটাই। পুরুষ এবং মহিলা বিধায়কদের গড় বার্ষিক আয় যথাক্রমে ২৫.৮৫ লক্ষ টাকা এবং ১০.৫৩ লক্ষ টাকা। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের বিধায়কদের গড় বার্ষিক আয় ২৪.৫৯ লক্ষ। তবে বিধায়কদের আয়ের ক্ষেত্রেও রয়েছে লিঙ্গ বৈষম্য। পুরুষ বিধায়কদের গড় আয় মহিলা বিধায়কদের গড় আয়ের দ্বিগুণ। সম্প্রতি 'ন্যাশনাল ইলেকশন ওয়াচ' এবং 'অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস' এই দুই সংস্থা আয়োজিত যৌথ সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।

Advertisment

বার্ষিক আয়ের নিরিখে শীর্ষে  রয়েছেন কর্নাটকের বিধায়করা। সেখানকার বিধায়কদের মাথাপিছু গড় বার্ষিক আয় ১ কোটি টাকার উপর। তালিকায় সবচেয়ে নীচে রয়েছে  ছত্তিসগড়। এই রাজ্যের বিধায়কদের মাথাপিছু গড় বার্ষিক আয় ৫.৪ লক্ষ টাকা।

যে সমস্ত বিধায়কেরা নিজেদের নিরক্ষর হিসেবে পরিচয় দিয়েছেন, সমীক্ষার ফলাফল বলছে, তাঁদের বার্ষিক আয় ৯.৩১ লক্ষ টাকা। দেশের অর্ধেক সংখ্যক বিধায়ক নিজেদের ব্যবসা অথবা কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বলে ঘোষণা করেছেন।

আরও পড়ুন, নোটবন্দিতে সবচেয়ে বেশি টাকার লেনদেনের ব্যাঙ্কের কর্মকর্তারা বিজেপি- এনসিপি- কংগ্রেস-শিবসেনার পদাধিকারী

দেশের ৪০৮৬ জন বিধায়কের মধ্যে ৯৪১ জন নিজেদের আয় গোপন রেখেছেন। বাকি ৩১৪৫ জনের আয়ের তথ্যের ভিত্তিতে সমীক্ষা চালানো হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, সারা দেশের মধ্যে দক্ষিণ ভারতের বিধায়কদের গড় আয় সবচেয়ে বেশি, এবং পূর্ব ভারতের বিধায়কদের সবচেয়ে কম।  দক্ষিণ ভারতের ৭১১ জন বিধায়কের বার্ষিক গড় আয় ৫১.৯৯ লক্ষ টাকা। পূর্ব ভারতের ৬১৪ জন বিধায়কের ক্ষেত্রে সেই অঙ্কটা ৮.৫৩ লক্ষ টাকা।

আয়ের পরিমাণ ঘোষণা করা বিধায়কদের মধ্যে ১৩৯ জন জানিয়েছেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। এঁদের বার্ষিক গড় আয় ৮৯.৮৮ লক্ষ টাকা।

সমীক্ষায় জানা গিয়েছে, দেশের বিধায়কদের মাত্র ৮ শতাংশ মহিলা। বার্ষিক গড় আয়ের ক্ষেত্রেও দেশের মহিলা বিধায়করা পিছিয়ে রয়েছেন অনেকটাই। পুরুষ এবং মহিলা বিধায়কদের গড় বার্ষিক আয় যথাক্রমে ২৫.৮৫ লক্ষ টাকা এবং ১০.৫৩ লক্ষ টাকা।

Advertisment