সাধারণ মানুষের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার। কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার তিনি এক ভাষণে বলেন, 'বিজেপি সরকারকে প্রত্যেক ভারতীয়'র সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলিকে খর্ব করছে'। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, 'সরকার জনগণের কাছ থেকে এই সত্যকে আড়াল করার জন্য আবেগকে কাজে লাগাচ্ছে'।
খাড়গে তাঁর বার্তায় উল্লেখ করেছেন ২০২৪ সাল ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। এই বছরই দেশের মানুষ সিদ্ধান্ত নিতে চলেছেন তারা "সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধকে রক্ষা' করবেন নাকি সেই যুগে ফিরে যাবে যেখানে মানুষে মানুষে বিভাজন ছিল"।
কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে খাড়গে বলেন, “সংবিধান প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করলেও আজ দেশে গণতন্ত্রই বিপন্নের মুখে। আমাদের সংবিধানের প্রতিষ্ঠাতা যারা করেছেন তাঁরা কল্পনাও করেননি যে সংবিধান এমন চ্যালেঞ্জের মুখোমুখি হবে, "। তিনি আও বলেন, সরকার এই সত্য আড়াল করতে আবেগকে কাজে লাগাচ্ছে'।
খড়গে বলেন, 'সত্যি হল দেশে দারিদ্র্য, মূদ্রাস্ফীতি আকাশছোঁয়া। বেকারত্ব ৪৫ বছরে সর্বোচ্চ এবং দলিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণির মানুষ নিত্য আক্রমণে শিকার হচ্ছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর অধিকার কায়েম করতে চাইছে এই সরকার'।পাশাপাশি খাড়গে এই ধরণের কাজকে মোদী সরকারের নিখুঁত পরিকল্পনা বলে দাবি করে বলেন, “সংবিধানের ওপর হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ'।