scorecardresearch

বিরোধী ঐক্য চুলোয়, কংগ্রেস চায় অধীনতামূলক মিত্রতা, বোঝালেন খাড়গে

নাগাল্যান্ডের সভায় বক্তৃতা দেন কংগ্রেস সভাপতি।

Mallikarjun Kharge

আঞ্চলিক দলগুলো যখন ২৪-এর বিজেপিকে রুখতে নেতৃত্বের প্রশ্ন ভোটপরবর্তী সময়ের জন্য বাক্সবন্দি রাখতে প্রস্তুত, সেই সময় কংগ্রেস অনড়। অধীনতামূলক মিত্রতা বা অধীনতামূলক বিরোধী ঐক্য ছাড়া কংগ্রেস যে বিকল্প ভাবছে না, তা স্পষ্ট বোঝালেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার তিনি জানান, ২০২৪-এ কংগ্রেসের নেতৃত্বেই কেন্দ্রে সরকার তৈরি হবে।

কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গড়বে। আর, বিরোধী আসনে বিজেপিকে বসাবে। এতটা কল্পনাবিলাসী খাড়গে নিজেও নন। তিনি তেমনটা এই কথার মাধ্যমে বোঝাতেও চাননি। বরং, তাঁর মঙ্গলবারের সুর ছিল দলের মুখপাত্র জয়রাম রমেশের মন্তব্যের পরবর্তী অংশ। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী তথা সংযুক্ত জনতা দলের নেতা নীতীশ কুমার কংগ্রেসের এই উচ্চাকাঙ্ক্ষার চাকে ঢিল মেরেছিলেন। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিরোধী ঐক্য নিয়ে কংগ্রেসের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না।

নীতীশ ও তাঁর সরকারের ডেপুটি তেজস্বী যাদব বেশ কিছুদিন ধরেই দেশের বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে বারেবারে বৈঠক করছেন। যা আসলে ২০২৪-এর লোকসভা ভোটের কথা ভেবেই। একথা মাথায় রেখেই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন নীতীশকে। জবাবে নীতীশ জানিয়েছিলেন, কংগ্রেস এখনও কোনও সংকেত দেয়নি। বিহারে নীতীশের নেতৃত্বাধীন জোট সরকারে কংগ্রেস ছোট শরিক। তাই বলে সর্বভারতীয় ভোটমঞ্চে নীতীশকে যে তারা বড় আসন দিতে নারাজ, এরপরই তা স্পষ্ট করে দেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। তিনি নীতীশের নাম না-করেই বলেন, কী করতে হবে, সেটা কংগ্রেস জানে।

একইসঙ্গে, নীতীশ-সহ অন্যান্য বিরোধীদের বার্তা দিয়ে জয়রাম জানান, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী ঐক্য অসম্ভব। আসলে, দেশের বেশ কিছু রাজ্যে কংগ্রেস এবং বিজেপি ছাড়া বড় দল নেই। সেটা মাথায় রেখে, নিজেদের গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন জয়রাম। আর, তারপরই যেন জয়রাম রমেশের অসমাপ্ত বক্তব্যটুকু নাগাল্যান্ডের সভায় স্পষ্ট করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

আরও পড়ুন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: কীভাবে ‘একুশে ফেব্রুয়ারি’ বাংলাদেশের জাতীয় চেতনা গঠনে সহায়তা করেছে?

তিনি বলেন, ‘আমরা অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলছি। না-হলে গণতন্ত্র এবং সংবিধান বলে কিছুই থাকবে না। এখন ২০২৪-এ কীভাবে জিততে হবে, তা নিয়ে আমরা বিভিন্ন দলের সঙ্গে কথা বলছি। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না। অন্যান্য দলগুলো একজোট হবে। কংগ্রেস নেতৃত্ব দেবে। আর, আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব। আমরা সংবিধান মেনে চলব। গণতন্ত্র মেনে চলব।’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Mallikarjun kharge says congress to lead govt