Advertisment

হাসিমুখে সংসদে রাহুল, সুদীপকে মিষ্টি খাড়গের, খুশিতে ডগমগ অধীর!

মল্লিকার্জুন খাড়গের সঙ্গে 'মিষ্টি' মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Ranjan Chowdhury, congress rahul Gandhi sweets, congress MP rahul gandhi, supreme court stay on conviction, rahul gandhi sweets celebration, rahul gandhi stay on conviction, Rahul Gandhi, Rahul Gandhi return to Parliament today, Lok Sabha secretariat, Congress leader Rahul Gandhi, Rahul Gandhi defamation case, rahul gandhi lok sabha membership, Supreme Court, criminal defamation case, Lok Sabha member revoked, INDIA alliance, Rahul Gandhi back

গ্রেট কামব্যাক রাহুলের, ১৩৬ দিন পর এলেন সংসদ ভবনে, প্রবল উচ্ছ্বাস-উন্মাদনা, চলল মিষ্টিমুখ! রাহুলের সাংসদ পদ ফিরতেই খুশির হাওয়া কংগ্রেস শিবিরে। মিষ্টিমুখেই হল সেলিব্রেশন। এদিন রাহুলের সাংসদ পদ ফিরে আসার খবর সামনে আসতেই মল্লিকার্জুন খাড়গের সঙ্গে 'মিষ্টি' মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। একই সঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের মুখে মিষ্টি তুলে দেখা যায় খাড়গেকে। আর পাশে দাঁড়িয়ে রীতিমত খোশমেজাজে অধীর চৌধুরী।

Advertisment

ইণ্ডিয়া জোটের সাংসদরাও এদিন রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ায় একে অপরের সঙ্গে 'মিষ্টি' মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে জোট নেতাদের মিষ্টি খাইয়ে সেলিব্রেশনে মেতে উঠতে দেখা যায়।

চার মাসের বনবাস শেষে সোমবার ১২ টা বাজতেই সংসদে প্রবেশ করলেন রাহুল গান্ধী। আজই রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ‘মোদী পদবী ‘ নিয়ে মন্তব্যের জেরে গুজরাট হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। এরপরই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হয় কংগ্রেস নেতৃত্ব। আজ সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

রাহুল গান্ধী সোমবার সংসদ ভবনে পৌঁছেছেন, লোকসভা সচিবালয়ের তরফে সোমবার সকালেই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এর মাত্র কয়েক ঘন্টা পর সংসদ ভবনে প্রবেশ করেন রাহুল গান্ধী। এযেন একেবারে রাজকীয় কামব্যাক। লোকসভার কার্যক্রমে যোগদানের আগে তিনি গান্ধী মূর্তির কাছে শ্রদ্ধা নিবেদন করেন।

Adhir Ranjan Chowdhury, congress rahul Gandhi sweets, congress MP rahul gandhi, supreme court stay on conviction, rahul gandhi sweets celebration, rahul gandhi stay on conviction, Rahul Gandhi, Rahul Gandhi return to Parliament today, Lok Sabha secretariat, Congress leader Rahul Gandhi, Rahul Gandhi defamation case, rahul gandhi lok sabha membership, Supreme Court, criminal defamation case, Lok Sabha member revoked, INDIA alliance, Rahul Gandhi back
মল্লিকার্জুন খাড়গের সঙ্গে 'মিষ্টি' মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে।

গত সপ্তাহে, সুপ্রিম কোর্ট একটি মোদী পদবী মানহানির মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার গুজরাট হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে। তারপরই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে লোকসভার স্পীকার ওম বিড়লার সঙ্গে দেখা করে রাহুলের সাংসদ পদ ফেরানোর দাবি জানান কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে আগামীকাল থেকে শুরু হওয়া লোকসভায় অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশ নিন রাহুল গান্ধী।

‘মোদী পদবী’ নিয়ে মন্তব্যের জেরে মানহানির মামলায় সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি মেলার পরই ফিরিয়ে দেওয়া হয় রাহুল গান্ধীর সাংসদ পদ। লোকসভা সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘রাহুল গান্ধীকে সাংসদ হিসাবে পুনর্বহাল করা হয়েছে’। ১৩৬ দিন পর সংসদে রাহুল গান্ধী, খুশির হাওয়া ‘ইন্ডিয়া’ জোটে। লোকসভা সচিবালয়ের তরফে রাহুল গান্ধীকে সাংসদ হিসাবে ‘পুনর্বহাল’ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে ওয়ানাডের সাংসদ রাহুলের লোকসভা সদস্যপদ বাতিল করা হয়। ‘মোদী পদবী’ মানহানি মামলায় সুরাতের একটি আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে। এরপর গুজরাট হাইকোর্টও একই রায় বহাল রাখে। সুরাতের আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর মাত্র ২৪ ঘন্টার মধ্যে রাহুলের সংসদ পদ খারিজ করা হয়। তবে গত ৪ আগস্ট কংগ্রেস নেতার সাজা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।

সোমবার হট্টগোল ও স্লোগানের মধ্যে লোকসভা এবং রাজ্যসভার কার্যক্রম মুলতবি করা হয়। লোকসভা স্থগিত করা হয় দুপুর ১২টা পর্যন্ত, অন্যদিকে রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়।

rahul gandhi
Advertisment