Advertisment

জগাই-মাধাইয়ের দোষ নয়, আমাদের দোষ: মমতা

"পাঁচ বছরে দেশের প্রতিটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যে বিপর্যস্ত ভারতবর্ষ। যতক্ষণ না নতুন সরকার আসছে, এই পরিস্থিতিই বজায় থাকবে।"

author-image
IE Bangla Web Desk
New Update
modi, amit shah, mamata, মোদী, মোদি, মমতা, অমিত শাহ

মোদী, মমতা ও অমিত শাহ।

চেনা ভঙ্গির বাইরে বেরিয়ে মোদী-শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকের মঞ্চে মোদী-শাহ প্রসঙ্গে মমতার কণ্ঠে 'আত্মসমালোচনার' সুর। সোমবার নজরুল মঞ্চের সভায় তৃণমূল নেত্রী বলেন, "জগাই-মাধাই সরকার চালাচ্ছে। দুই ভাই মিলে দাঙ্গা করে দেশ চালাচ্ছ। ওদের তো দোষ নয়, আমাদের দোষ। কারণ, আমরাই ওদের হাতে দেশের দায়িত্বভার তুলে দিয়েছি।" ভোটের আগে পশ্চিমবঙ্গে মোদী-শাহর প্রচার নিয়ে কটাক্ষের সুরে মমতা বলেন, "ওদের কাজ নেই, সারাক্ষণ বকবক করে বেড়ায়। সরকারি এজেন্সিগুলোকে ব্যবহার করে, প্রকল্পের টাকায় নিজেদের প্রচার করছে।"

Advertisment

আরও পড়ুন- বিয়াল্লিশে বিয়াল্লিশই চাই, অ্যাকশন নিতে হবে: মমতা

mamata, মমতা নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা। ছবি: জয়প্রকাশ দাস

এদিন মোদী-শাহকে নিশানা করে মমতা আরও বলেন, "পাঁচ বছরে দেশের প্রতিটি ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যে বিপর্যস্ত ভারতবর্ষ। যতক্ষণ না নতুন সরকার আসছে, এই পরিস্থিতিই বজায় থাকবে।" নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতার অভিযোগ, "যে তাঁদের বিরুদ্ধে একটাও কথা বলছেন, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। আইন বলে কিছু নেই। আমাদের এখানে যাঁরা আছেন, তাঁরা অনেক ভাল আছেন। কারণ, আমরা কোনও বদলা নিই নি।" বিজেপিকে ‘বিদঘুটে’ দল আখ্যা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "এমন অধঃপতন কখনও দেখিনি। রাজনীতিতে ওদের সৌজন্যবোধটুকুই নেই। আমরা কখনও বিরোধীদের কটূক্তি করিনি। এত ভয়াবহ রাজনৈতিক দল ভারতে আগে ক্ষমতায় আসেনি।"

আরও পড়ুন: পুলওয়ামা হামলার কথা মোদী আগেই জানতেন: মমতা

অন্যদিকে, রাফাল ইস্যুতেও এদিন মোদীকে আক্রমণ করেছেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, "ক্ষমতা চলে গেলে বুঝবেন, সর্ষে থেকে ভূত বেরিয়ে পড়েছে। মোদী-শাহর বিদায় চাই। নেতা হওয়া তাঁকেই সাজে, যাঁকে সবাই নেতা বলেন। এখন তো দেখছি গান্ধীজির ছবি ছোটো, ওঁর ছবি বড় হয়ে গিয়েছে। দেশের একতা, ঐতিহ্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ইতিহাস, সংবিধান সব বদলে ফেলা হচ্ছে। সবটাই এখন আরএসএস-ভিএইচপির মার্কা মারা।"

Mamata Banerjee amit shah narendra modi
Advertisment