"বাংলাকে নিয়ে ভাবতে হবে না। নিজেদের রাজ্যকে নিয়ে ভাবুন। নিজেদের কেন্দ্রে কীভাবে জিতবেন, সেটা ভাবুন", মোদী-রাজনাথের জোড়া আক্রমণের পর এমনই জবাব দিলেন মমতা।
সংবাদসংস্থা পিটিআই-কে মমতা বলেন, "পশ্চিমবঙ্গে বিজেপির কোনও নেতা নেই। তাই বাইরের নেতাদের আনছে ওরা। বাংলার সংস্কৃতি-রীতি নিয়ে যাঁদের কোনও ধারনা নেই। ওঁরা বহিরাগত, ভোটের আগে আসেন, তারপর চলে যান। বাংলার মানুষের সঙ্গে কোনও যোগ নেই। বাংলাকে নিয়ে ভাবার আগে ওঁদের নিজেদের রাজ্যকে নিয়ে ভাবা উচিত।"
আরও পড়ুন, তৃণমূল এখন ট্রিপল টি-তৃণমূল তোলাবাজি ট্যাক্স: মোদী
মোদীকে নিশানা করে মমতা বলেন, "নরেন্দ্র মোদীকে দিল্লি সামলাতে বলুন। বারাণসী থেকে কি জিততে পারবেন মোদী? যোগী আদিত্যনাথকে নিজের রাজ্যকে সামলাতে বলুন।"
আরও পড়ুন, নাগরিকত্ব বিলকে সমর্থন করুন, মমতাকে আহ্বান মোদীর
মোদী-রাজনাথকে বিঁধে মমতা আরও বলেছেন, "বাংলাকে নিয়ে ভাবার কোনও দরকার নেই। নিজেকে নিয়ে ভাবার ক্ষমতা রয়েছে পশ্চিমবঙ্গের। বাইরের কাউকে দরকার নেই।"
আরও পড়ুন, একুশে বাংলায় বিজেপি সরকার: রাজনাথ সিং
অন্যদিকে, এদিন ঠাকুরনগরের সভায় মমতা সরকারকে নাগরিকত্ব বিলের সমর্থনের জন্য আহ্বান করেন মোদী। জবাবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, "আমরা নাগরিকত্ব বিলের বিরোধিতা করব। সমর্থন করার কোনও প্রশ্নই নেই।বিলটি প্রত্যাহার করতে হবে সরকারকে।"
উল্লেখ্য, এদিন ঠাকুরনগর ও দুর্গাপুরের সভা থেকে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন মোদী। "তৃণমূল এখন ট্রিপল টি-তৃণমূল তোলাবাজি ট্যাক্স" বলে কটাক্ষ করেন মোদী। অন্যদিকে, ফালাকাটার সভা থেকে রাজনাথ বলেন, "তৃণমূল আমলে লোকতন্ত্র শোকতন্ত্রে পরিণত হয়েছে। সোনার বাংলা কাঙাল হয়ে গিয়েছে। একুশে বিজেপি সরকার আসবে।"
Read the full story in English