Mamata at Delhi: সূচি মেনেই বুধবার দুপুরে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদ সুখেন্দু শেখর রায়ের দিল্লির বাসভবনে এই বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্য সাংসদরা। এদিন বিকেলে ১০ জনপথে সনিয়া গান্ধীর সঙ্গে চা-চক্রের বৈঠক আছে মুখ্যমন্ত্রীর। তার আগে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে সুপ্রিমোর উপস্থিতি ঘিরে কৌতূহল।
তৃণমূল আর কংগ্রেসের দুরত্ব কমাতে কী রণকৌশল? সেই ছক তৈরি করতেই সুখেন্দু শেখর রায়ের বাড়িতে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। চলতি বাদল অধিবেশনে পেগাসাস, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ ইস্যুতে কংগ্রেসের সঙ্গে সুর মেলাতে দলীয় সাংসদদের কি পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী? এই প্রশ্নের জবাব মেলেনি। তবে বৈঠক শেষে বেরিয়ে সৌগত রায় বলেছেন, 'এটা নিছক সৌজন্য সাক্ষাৎ।' তৃণমূল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এদিকে, সূচি মেনেই মঙ্গলবার বিকেল ৪টের আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এই বৈঠকের আগে তিনি কংগ্রেসের দুই নেতা কমল নাথ এবং আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেছেন।
সূত্রের খবর, জিএসটি-র বকেয়া মেটানো-সহ একাধিক ইস্যুতে প্রায় আধ ঘণ্টা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে। এই আলোচনায় উঠতে এসেছে ভ্যাকসিন প্রসঙ্গ। এমনকি, পেট্রোপণ্যের মুল্যহ্রাসের পদক্ষেপ নিক কেন্দ্র। এই অনুরোধ প্রধানমন্ত্রীকে করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নাম বদল নিয়ে দ্রুত পদক্ষেপ করতে অনুরোধ করেছেন তিনি। এই বৈঠকের পর সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর এটা সৌজন্য সাক্ষাৎ। সংবিধান মেনে নির্বাচনে জিতলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয়। আমি সেটা করতেই এসেছি।”
তবে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ভ্যাকসিন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের জানান মমতা। তিনি বলেন, “কেন্দ্রীয় স্তরে ভ্যাকসিন বণ্টনের সময় বাংলার জনসংখ্যার কথা মাথায় রাখা হোক। আমাদের সংক্রমণ হার কম হলেও, আরও ভ্যাকসিন দরকার। এই অনুরোধ আমি করেছি। রাজ্যের নাম বদল নিয়ে এখনই উদ্যোগী হোক কেন্দ্র। এই আবেদনও প্রধানমন্ত্রীকে করা হয়েছে।” অপরদিকে, দিল্লি সফরের তৃতীয় দিন অর্থাৎ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়-শরদ পাওয়ার বৈঠকের সম্ভাবনা। মঙ্গলবার এই সম্ভাবনা উসকে দিয়েছেন খোদ পাওয়ার। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমাকে একসপ্তাহ আগে মমতা ফোন করেছিল। তাঁর দিল্লি আসার কথা জানিয়েছে। এবং আমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে। সম্ভবত আগামিকাল আমরা বসব।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন