Advertisment

নিঃশর্ত নাগরিকত্ব চাই, জীবন দিতেও রাজি: মমতাবালা

‘‘এতবছর ধরে ভোট দিচ্ছি আমরা। তারপরও আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Bala Thakur, মমতাবালা ঠাকুর, মমতাবালা, মমতাবালা ঠাকুরের খবর, Mamata Bala Thakur news, caa, nrc, matua, মতুয়া, মতুয়া সম্প্রদায়, সিএএ, এনআরসি

মমতাবালা ঠাকুর। ছবি: ফেসবুক।

‘জীবন দিতেও রাজি আছি’, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমে এভাবেই গর্জে উঠলেন মতুয়াবাড়ির সদস্য তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সিএএ ইস্যুতে মতুয়া সম্প্রদায়ের একাংশকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতাবালা। ‘নিঃশর্তভাবে নাগরিকত্ব চাই’, প্রতিবাদ মিছিল থেকে এ দাবিই তুললেন মমতাবালার নেতৃত্বাধীন মতুয়ারা। একইসঙ্গে সিএএ নিয়ে পরিবারের আরেক সদস্য তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সোচ্চার হলেন মমতাবালা।

Advertisment

src="https://www.youtube.com/embed/AKEE31Wt8v4" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

আরও পড়ুন: ‘সংখ্যালঘু হতে পারি, নবান্ন-রাইটার্সের চাবি আমাদের হাতেই’

এদিন সিএএ-র বিরোধিতায় মমতাবালা ঠাকুর বলেন, ‘‘কেন্দ্রের আইনের বিরুদ্ধে আমাদের মিছিল। ১৬ বছর ধরে আমাদের অনুপ্রবেশ করে রাখা বয়েছে। আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এতবছর ধরে ভোট দিচ্ছি আমরা। তারপরও আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? এই আন্দোলন চালিয়ে যাব। জীবন দিতেও রাজি আছি’’। অন্যদিকে, শান্তনু ঠাকুরকে দুষে মমতাবালা বলেন, ‘‘উনি মতুয়াদের অপমান করছেন। বনগাঁর সাংসদ হয়ে ঠাকুরবাড়িকে অপমান করছেন’’।

আরও পড়ুন: ‘আমাদের সভায় যেন না আসে, তাহলে হাসপাতালে যেতে হবে’, তৃণমূলকে হুমকি দিলীপের

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে মতুয়াদের নিয়ে আসরে নেমেছে তৃণমূল ও বিজেপি, দু’দলই। এমন প্রেক্ষিতে ক’দিন আগে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মতুয়ারা নাগরিকত্ব পাবেন বলে নাকি মমতা বাধা দিচ্ছে! এসব কথা বলা হচ্ছে। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড গড়েছেন মমতা। মতুয়া কলেজ-বিশ্ববিদ্যালয় মমতা গড়েছে। ৩০ বছর বড়মার চিকিৎসার খরচ বহন করেছে এই মমতা। মতুয়ারা এ দেশের নাগরিক। এসব আমাকে শেখাবেন না। মতুয়াদের নিয়ে দালালি করছে বিজেপি’’।

nrc tmc
Advertisment