/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/amit-1.jpg)
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
মমতা বন্দ্যাপাধ্যায় ও তাঁর দল তৃণমূল সংখ্যালঘুদের 'ভয়' দেখাচ্ছেন। শহিদ মিনারের সভা থেকে অভিযোগ করলেন অমিত শাহ।
মোদীর 'সেনাপতি' তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্পষ্ট ঘোষণা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হবেই। বাংলার সব সংখ্যালঘুদের আশ্বস্ত করে শাহের আশ্বাস, 'সিএএ-এর ফলে কারোর নাগরিকত্ব যাবে না। সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।'
দিল্লি হিংসা নিয়ে মুখ না খুললেও সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় অশান্তি ছড়িয়েছিল। জ্বলেছিল ট্রেন, বাস। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। যার রেশ টেনে রবিবার অমিত শাহ তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে বলেন, 'মোদীজি সিএএ করল। আপনি (মমতা বন্দ্যাপাধ্যায়) তার বিরোধ করলেন। উদ্বাস্তুরা নথি দেখাতে হবে বলে ভয় পেলেন। আমি বলছি কারোর নাগরিকত্ব যাবে না। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রীষ্টান, পার্সি যাঁরা এ দেশে আশ্রয়ের জন্য এসেছেন তাঁরা এখানেই থাকবেন। মোদী সরকার আপনাদের নাগরিকত্ব দেবে। মমতা দিদি আমাদের ঠেকাতে পারবেন না।' তাঁর সংযোজন, 'বিরোধী নেত্রী থাকাকালীন উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের দাবি করেছিলেন মমতা। কিন্তু এখন অন্য সুর। আসলে ভোট ব্যাঙ্ক ও তোষণের রাজনীতি করছেন দিদি।'
আরও পড়ুন: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কেমন হবে, জানালেন অমিত শাহ
অমিত শাহ এদিন অভিযোগ করেন সিএএ- বিরোধিতার মাধ্যমে মতুয়া ও দলিতদের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা দেশভাগের ফলে এঁরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। অমিত শাহের অভিযোগ সিএএ-র বিরোধিতার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের আইনের বিরোধিতা করছেন।
আগামী বিধানসভা ও পুর নির্বাচনকে মাথায় 'দিদিকে বলো'র পাল্টা এদিন 'আর নয় অন্যায়' কর্মসূচির ঘোষণা করেন বিজেপি নেতা অমিত শাহ।
আরও পড়ুন: কলকাতায় ‘গোলি মারো’ স্লোগান! বিতর্কে অমিত শাহর সফর
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শাহ জানান 'বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে, কোনও রাজপুত্র নয়, বাংলার ভূমিপুত্রের হাতেই থাকবে শাসনভার'। মমতাকে তুলোধনা করে শাহর হুঁশিয়ারি, 'যা ইচ্ছে করুন, আমাদের আটকাতে পারবেন না মমতাদিদি'।
২০২১ বিধানসভা ভোটে জিতে রাজ্যকে ফের 'সোনার বাংলা'য় রূপান্তরিত করবে বিজেপি। শহিদ মিনার মঞ্চ থেকে ঘোষণা করেন অমিত শাহ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন