Advertisment

ভবানীপুরে জিতেই আরও ৪ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলনেত্রীর

গোসাবার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা আজ বিকেলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee announce ByElection Candidate in three assembly seats of bengal

ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়ের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: শশী ঘোষ

ভবানীপুর উপনির্বাচনের বিপুল সাফল্য পেয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় প্রায় ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল সুপ্রিমো। ভবানীপুরে বিপুল সাফল্যের দিনেই রাজ্যের আরও চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল।

Advertisment

একুশের ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে জিতে আসনটি দলনেত্রীকে ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। বর্ষীয়ান এই রাজনীতিবিদকে খড়দহ উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে নদিয়ার শান্তিপুর উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামীকে প্রার্থী করা হয়েছে বলে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো।

কোচবিহারের দিনহাটা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন উদয়ন গুহ। তবে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে দুই প্রার্থীর নাম আলোচনায় ছিল। গোসাবার উপনির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন প্রয়াত তৃণমূল বিধায়ক জয়ন্ত নষ্করের ছেলে বাপ্পাদিত্য নষ্কর। প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সুব্রত মণ্ডলও। শেষমেশ সুব্রত মণ্ডলকেই গোসাবা উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল।

publive-image
চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা

ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতে এদিন ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, '২০১১ সালে ভবানীপুর থেকে ৫৪ হজারের বেশি ভোটে জিতেছিলাম। ২০১৬ সালের নির্বাচনে ২৫-২৬ হাজার ভোটে জিতেছিলাম। গত বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ভোটে। এবার ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতেছি।'

আরও পড়ুন- নজির, ভবানীপুরে তৃণমূলের ৮-এ ৮, উচ্ছ্বসিত মমতা

ভবানীপুরের সব কটি ওয়ার্ডেই এবার জয় পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলনেত্রী। তাঁর কথায়, 'এবার কোনও ওয়ার্ডে আমরা হারিনি। এটা প্রথম হল। একটা চ্যালেঞ্জ ছিল। ২০১৬ সালেও একটা-দুটো ওয়ার্ডে ভোট কম পেয়েছিলাম। আজ মন ভরে গেছে। ভবানীপুরের মানুষ দেখিয়ে দিলেন। সারা বাংলা ভবানীপুরের দিকেই তাকিয়েছিল।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Bhabanipur By-poll tmc
Advertisment