কালনায় মাটি উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। করলেন জনসভাও। সেই মঞ্চ থেকেই তুলোধনা করলেন বিজেপিকে। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। ফলে অস্বস্তি বেড়েছে শাসক দলের। রাজনৈতিক প্রেক্ষাপটে তাই নেত্রীর এদিনে সভা ছিল যথেষ্ট তাৎপর্যবাহী। ভাষণের শুরুতেই দলত্যাগীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে নিশানা করেছেন বিজেপিকে। তৃণমূল কৃষকদের সমর্থনে রয়েছে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে এগিনও কার্যত মিথ্যাবাদী বলেছেন মুখ্যমন্ত্রী। কিষাণনিধি প্রকল্প নিয়ে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র মিথ্যা অভিযোগ করছে বলে দাবি তাঁর। একই সঙ্গে রাজ্যের চাষীদের কিষাণনিধি-তে টাকা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Advertisment
কালনায় কী বললেন মমতা?
'যারা দল ছেড়েছেন ভালো হয়েছে, পাপ বিদায় হয়েছে। যাঁরা তৃণমূলে থেকে তৃণমূলের খারাপ করেন, তাঁদের দলে থাকার প্রয়োজন নেই। তৃণমূল তাঁরাই করবেন, যাঁরা মানুষের কাজ করবেন।'
'মা ছেলেদের লালনপালন করবে। তারপর মা যখন অসুস্থ হবে, মায়ের যখন প্রয়োজন হবে, তখন তাঁকে বিশ্বাসঘাতকতা করে পালাবে। তুমি মায়ের সুসন্তান নয়, কুসন্তান।'
'কালনাকে শান্তিপুরের সঙ্গে সংযোগ করার জন্য ব্রিজ দিয়েছি। মায়াপুরে ইসকনের জন্য জমি দিয়েছি।'
'বিজেপি কোনও ধর্মকে সম্মান দেয় না। বিজেপি চৈতন্যদেব সম্পর্কে ভুল তথ্য দেয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপি। স্বামীজিকে * বলছে বিবেকানন্দ ঠাকুর। এসব মেনে নেওয়া যায় না। আবার বলছে সোনার বাংলা গড়বে।'
'কালনা ঐতিহাসিক শহর। এখানে রয়েছে প্রচুর মন্দির। এই শহর সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেয় এই শহর।'
'ত্রিপুরা, আসামে মানুষ ভাল নেই। বিজেপিকে ডেকে এনে মানুষ কতটা বিপদে পড়েছেন ওদের থেকে জানতে চাইবেন।'
'বিজেপি বলছে রাজ্য সরকার কৃষকদের জন্য কিছু করেনি। মোদী বাবু বলছেন কৃষকদের জন্য বাংলা থেকে নাম পাঠানো হয়নি। আমরা সব নাম পাঠিয়ে দিয়েছি। মোদীবাবুকে বলুন টাকা দিতে।'
'বহিরাগতরা রাজ্যে এসে মিথ্যা কথা বলছেন। ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনে নাটক করছে। কয়েকজন শিল্পপতির সুবিধা করতেই কৃষি আইন নিয়ে এসেছে কেন্দ্র।'
'কৃষকদের জন্য রাজ্য সরকার কাজ করছে। কৃষিজমির কর মকুব করে দেওয়া হয়েছে। আমরা মানুষের জন্য কাজ করি।'