/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/mamata-ec.jpg)
ভবানীপুর-সহ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল।
তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিরোধী শূন্য সভায় তাঁকে স্পিকার হিসেবে নির্বাচিত করেন শাসক দলের বিধায়করা। স্পিকারকে স্বাগত ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মা, মাটি, মানুষের সরকারও হ্যাটট্রিক করল, আপনিও করলেন।' তারপরই বিধানসভায় নিজের ভাষণে কেন্দ্র ও বিজেপিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, 'বাংলার মানুষের রায় মানতে না পেরেই রাজ্যে অশান্তির চেষ্টা করে চলেছে কেন্দ্র। তাই নতুন সরকারের ২৪ ঘন্টা অতিক্রমের আগেই রাজ্যো কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে।' ভোট পরবর্তী দাঙ্গায় অশান্ত বাংলার একাধিক এলাকাল ঝরেছে প্রাণ। যা আদতে বিজেপির উস্কানিতে হচ্ছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা ছড়ালে প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইএর-র নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কমিশনের বিরুদ্ধে রিগিংয়ে সহায়তার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় কী বলেছেন মমতা?
- 'বাংলার মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ মাথা নত করে না। বাংলার মেরুদণ্ড সর্বদা শক্ত।'
- 'নির্বাচন কমিশনের সহায়তায় রিগিং করেছে বিজেপি। চিরকুটে লিখে বদলি করা হচ্ছে।'
- 'দেশের নির্বাচনীবিধির সংস্কার প্রয়োজন।'
- '২৪ ঘণ্টা শপথ নেয়নি একটা সরকার, ওরা লোক পাঠিয়ে দিয়েছে। বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে।'
- 'মানুষের জয় ওরা মেনে নিতে পারছে না। সেই কারণেই এইরকম করেছে। এটা গণতন্ত্রের লজ্জা'
- 'ভুয়ো ছবি, ভিডিও দিয়ে হিংসা, সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে।'
- 'প্রশাসনকে বলব,, কেউ হিংসা ছড়ালে এফআইআর করুন। উপযুক্ত, কঠোর পদক্ষেপ করুন।'
- 'নির্বাচন কমিশনের দয়ায় জিতে এসেছেন ৭৭ জন, ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশন সাহায্য না করলে ৩০ টি আসনও পেত না ওরা।'
- 'যে টাকা বিজেপি নির্বাচনে খরচ করেছে সে টাকা অতিমারীতে কাজে লাগানো যেত। দেশের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া যেত।'
- 'চিঠি দিয়ে ভ্যাকসিন চেয়েছি। কাজ হয়নি। গত ছমাস কেন্দ্রের লোক বাংলায় এসে পড়েছিল।'
- 'রাজ্য থেকে অক্সিজেন অন্যত্র দিয়ে দেওয়া হচ্ছে।'
- 'এলাকায় শান্তি রাখবেন। কেউ হিংসা ছড়াতে চাইলে মানুষকে বোঝাবেন। আরও বিনম্র হতে হবে।'
- 'করোনা রোগীদের সাহায্য করুন। জনগণের কাছে পৌঁছতে হবে।'
- 'বিজেপি বলেছিল ডবল ইঞ্জিন সরকার চাই, পাল্টা ডবল সেঞ্চরির সরকার গঠন করেছেন মানুষ। আমাদের অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন