বিরোধীদের ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া নিয়ে এবার মোদী-শাহদের একহাত নিলেন মমতা। বিজেপিকে নিশানা করে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছেন, "যিনিই মুখ খুলছেন, সরব হচ্ছেন, তাঁকে দেশদ্রোহী বলা হচ্ছে, পাকিস্তানি বলা হচ্ছে। আমরা হিন্দুস্তানি হিসেবে গর্বিত। আমার বাবাও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যারা গান্ধীজিকে হত্যা করেছে, তাদের থেকে দেশপ্রেমের শিক্ষা নেবো না।"
আরও পড়ুন: পুলওয়ামা হামলার কথা মোদী আগেই জানতেন: মমতা
অন্যদিকে, আবারও পুলওয়ামা ইস্যুতে প্রশ্ন তুলে মমতা বলেন, "এসব বলার জন্য ওরা আমায় শাস্তি দিতেই পারে। কিন্তু দেশের একজন নাগরিক হিসেবে আমার মতপ্রকাশের সমান অধিকার রয়েছে। কেন পুলওয়ামা হামলা হলো? কেন এত জওয়ানকে প্রাণ দিতে হলো? কেন নিহত জওয়ানদের নিয়ে রাজনীতি করা হচ্ছে? হামলার আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কেন জওয়ানদের বাঁচানো গেল না? কে এজন্য দায়ী?...যাঁরা জওয়ানদের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন, তাঁদের ধিক্কার জানাচ্ছি। আমরা দেশের জওয়ানদের পাশে আছি। আমরা সেনার পাশে আছি।"
আরও পড়ুন: এয়ার স্ট্রাইকে ঠিক কতজন মারা গিয়েছে, প্রশ্ন মমতার
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার পুলওয়ামা হামলা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। পাশাপাশি বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, "আমরা জানতেই চাইতে পারি এয়ার স্ট্রাইকে কতজন মারা গিয়েছে? কারা মারা গিয়েছে? আসলে ঘটনাটা কী?.." পাশাপাশি মোদী সরকারকে আক্রমণের সুরে মমতা বলেছেন, "রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না। একটা নির্বাচনে জেতার জন্য যুদ্ধ চাই না, শান্তি চাই। জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি আমরা ভালবাসি না।"
Read the full story in English