Advertisment

মোদী-শাহর দোকান থেকে দেশ চলবে না, আগামী দিনের সরকার, জনগণের সরকার: মমতা

ডোরিনা ক্রসিংয়ে দলনেত্রীর সুরে সুর মিলিয়ে উপস্থিত তৃণমূল নেতা-কর্মীরা স্লোগান দেন ‘‘মোদীবাবু চোর হ্যায়, রাফাল মে চোর হ্যায়...।’’

author-image
IE Bangla Web Desk
New Update
modi, amit shah, mamata, মোদী, মোদি, মমতা, অমিত শাহ

মোদী, মমতা ও অমিত শাহ।

‘‘মোদী সরকার চোরের সরকার, মোদী-শাহর দোকান দিয়ে দেশ চালানো যায় না’’, লোকসভা নির্বাচনের মুখে খাস তালুক কলকাতার বুকে এই ভাষাতেই মোদীকে চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসে কলকাতায় মিছিল শেষে রাফাল নথি চুরি প্রসঙ্গে মুখ খোলেন মমতা। তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, ‘‘রাফাল নথি চুরি হয়ে যায়। আগলে রাখতে পারেন না। দেশের নিরাপত্তা রক্ষা করবেন কীভাবে? দেশের আভ্যন্তরীন নথি চুরি হয়নি তো? আপনি তো দেশকে চুরি করেছেন। যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন দেখবেন দেশের সব টাকা নিয়ে কোথায় পালিয়ে গিয়েছে। চোরেদের সরকার, ডাকাতদের সরকার।’’ এ মন্তব্যের পরই ডোরিনা ক্রসিংয়ে দলনেত্রীর সুরে সুর মিলিয়ে উপস্থিত তৃণমূল নেতা-কর্মীরা স্লোগান দেন ‘‘মোদীবাবু চোর হ্যায়, রাফাল মে চোর হ্যায়...।’’

Advertisment

মোদীকে নিশানা করে শুক্রবার মমতা আরও বলেন, ‘‘৫ বছর হয়ে গেল, জঙ্গিদের কথা মনে পড়ল না। নির্বাচন এসে গেছে, নির্বাচন বড় বালাই। তাই এখন মিসাইল দেখাচ্ছে। যুদ্ধ-যুদ্ধ খেলছে। জঙ্গি দমন করা হবে বলে নোটবন্দি করেছিলেন। মোদী আমলে ২৬০ শতাংশ সন্ত্রাস বেড়েছে।’’ এরপরই তিনি যোগ করেন, ‘‘নতুন সরকার এলে উগ্রপন্থীদের দমন করা হবে। কাশ্মীরে শান্তি ফেরাবে নতুন সরকার। আজ আমরা শপথ নিলাম।’’

mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসে কলকাতায় মিছিলে মমতা। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন, Lok Sabha Election 2019: ভোটপ্রচারে কলকাতার রাজপথে মমতা

মোদী-শাহকে কটাক্ষের কলকাতার ধর্মতলায় মমতা এদিন বলেন, ‘‘নরেন্দ্র মোদী একটা দোকান খুলেছে, আর অমিত শাহ একটা দোকান খুলেছে। কিন্তু, আপনাদের দোকান দিয়ে সরকার চালানো যাবে না। আগামী দিনের সরকার, জনগণের সরকার।’’ নমোকে নিশানা করে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘‘কাজ করেন না, শুধু প্রচার। আগে তো খেতে পেত না। এখন কর্মীদের কোটি কোটি টাকার বাইক কিনে দিচ্ছে। ভোটে খরচ করা হচ্ছে। কোথা থেকে পান এত টাকা? সব জনগণের টাকা, রাফালের টাকা।’’

আরও পড়ুন, ‘‘মোদীর মতো শৌচালয় উদ্বোধনে চলে যাই না’’

পুলওয়ামার হামলা প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন উরি হল? কেন পাঠানকোট হল? কেন পুলওয়ামা হল? আগাম গোয়েন্দা তথ্য তো ছিল, তাহলেও কেন হামলা হল? কেন এতজন জওয়ানের প্রাণ গেল? মোদী আমলে সন্ত্রাস বেড়ে গিয়েছে। গোটা দেশকে শেষ করে দিয়েছে।’’

নারী দিবসে মিছিল শেষে মমতা বলেন, ‘‘সারা দেশে দলিতদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এ ঘটনায় ধিক্কার জানাচ্ছি আমরা।’’ মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোট এলে অনেকে বলেন, সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চাই। আমরাই একমাত্র দল, যাদের ৩৫ শতাংশ সদস্য রয়েছে। আগামী দিনে এই সংখ্যা যাতে আরও বাড়ে, সেই চেষ্টা করব। আমাদের এখানে পঞ্চায়েত-পুরসভায় ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে মহিলাদের জন্য।’’

Mamata Banerjee amit shah PM Narendra Modi
Advertisment