নাগরিকত্ব প্রসঙ্গে ফের হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগণার এক সভায় সরাসরি রাজ্যবাসীর কাছে তিনি আবেদন রাখলেন, "এনপিআর-এর জন্য এনিউমারেটররা বাড়িতে তথ্য চাইতে এলে তাঁদের কোনও তথ্য দেবেন না। এখানে ক্যা, এনআরসি এবং এনপিআর হবে না। আমাদের গণতান্ত্রিক অধিকার কাউকে কাড়তে দেব না।"
দেশব্যাপী নাগরিকত্ব সংক্রান্ত আন্দোলন চলছে। এ ব্যাপারে প্রথম থেকে অগ্রণী ভূমিকায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, "অনলাইনে কার্যকরী করার কথা বলা হচ্ছে। কিন্তু অনলাইনে ভাত রান্না হয়? এ বিষয়ে সশরীরে উপস্থিত থাকতে হয়। কেউ যদি বাইরে থেকে এসে তথ্য চায়, বলে তোমার নাম বল, তোমার বাবার নাম বল, বাবার মায়ের নাম বল, তাঁর জন্ম স্থান বল- এসব তথ্য দেবেন না। কারণ, আমাদের এখানে ক্যা হবে না, আমাদের এখানে এনআরসি হবে না। আমাদের এখানে এনপিআর হবে না। আমরা এটা করতে দেব না।"
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় সরকারি প্রকল্পের উদ্বোধনে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, "ভোটার লিস্টে নাম তোলার বিষয়ে মনোযোগ দিন। ভোটার লিস্টের কাজ চলছে। আপনার নাম ঠিক আছে কিনা দেখে নিন। আপনার বাবার নাম ঠিক আছে কিনা দেখুন। ঠিকানা ঠিক আছে কি নেই দেখে নিন। ঠিক না থাকলে সংশোধন করে নিনি।" এদিনও ফের বাংলার মুখ্য়মন্ত্রী ঘোষণা করে দেন, তিনি মানুষের পাহারাদার। এই আইন লাগু করতে হলে তাঁর মরদেহের ওপর দিয়ে করতে হবে বলেও ফের হুঁশিয়ারি দেন মমতা।