Advertisment

মতুয়াদের নিয়ে দালালি করছে বিজেপি: মমতা

Mamata Banerjee Rally against CAA Updates: বিজেপিকে দুষে মমতা বলেন, ‘‘মতুয়াদের নিয়ে দালালি করছে বিজেপি’’।

author-image
IE Bangla Web Desk
New Update
মধ্যমণি মমতা, দেশব্যাপী সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের ভরকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো

মমতার মহামিছিল। ফাইল ছবি: শশী ঘোষ।

Mamata Banerjee Protest rally against CAA UPdates: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে মতুয়াদের নিয়ে এবার বিজেপিকে কড়া ভাষায় জবাব দিলেন মমতা। মঙ্গলবার স্বামীজির বাড়ি থেকে বেলেঘাটায় গান্ধী ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিলের শুরু ও শেষে মতুয়াদের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, ‘‘মতুয়ারা নাগরিকত্ব পাবেন বলে নাকি মমতা বাধা দিচ্ছে! এসব কথা বলা হচ্ছে। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড গড়েছেন মমতা। মতুয়া কলেজ-বিশ্ববিদ্যালয় মমতা গড়েছে। ৩০ বছর বড়মার চিকিৎসার খরচ বহন করেছে এই মমতা। মতুয়ারা এ দেশের নাগরিক। এসব আমাকে শেখাবেন না’’। পাশাপাশি বিজেপিকে দুষে মমতা বলেন, ‘‘মতুয়াদের নিয়ে দালালি করছে বিজেপি’’।

Advertisment

উল্লেখ্য, সোমবার কলকাতায় বিজেপির মিছিলে উল্লেখযোগ্যভাবে দেখা গিয়েছিল মতুয়াদের। বিজেপি নেতা জে পি নাড্ডা বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এদের (মতুয়া) নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন’’। অন্যদিকে, কিছু দিন আগে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের কিছু সদস্য অবস্থান-বিক্ষোভে বসেন। এই অবস্থানে হাজির ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও এই অবস্থানের সঙ্গে মতুয়া মহাসংঘের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ক্রমশই প্রতিবাদের সুর জোরালো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটায় গান্ধী ভবন পর্যন্ত মিছিল মমতার। এদিন মিছিলের শুরুতে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘এই লড়াই সব মানুষের অধিকার রক্ষার আন্দোলন’’। বিজেপিকে দুষে মমতা বলেন, ‘‘ওরা বিভাজনের রাজনীতি করছে। ওদের ফাঁদে পা দেবেন না’’।

Live Blog

Mamata Banerjee Protest rally against CAA:  সিএএ বিরোধিতায় ফের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়।














14:44 (IST)24 Dec 19





















মতুয়ারা এ দেশের নাগরিক: মমতা

মঙ্গলবার স্বামীজির বাড়ি থেকে বেলেঘাটায় গান্ধী ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিলের শুরু ও শেষে মতুয়াদের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, ‘‘মতুয়ারা নাগরিকত্ব পাবেন বলে নাকি মমতা বাধা দিচ্ছে! এসব কথা বলা হচ্ছে। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড গড়েছেন মমতা। মতুয়া কলেজ-বিশ্ববিদ্যালয় মমতা গড়েছে। ৩০ বছর বড়মার চিকিৎসার খরচ বহন করেছে এই মমতা। মতুয়ারা এ দেশের নাগরিক। এসব আমাকে শেখাবেন না’’। পাশাপাশি বিজেপিকে দুষে মমতা বলেন, ‘‘মতুয়াদের নিয়ে দালালি করছে বিজেপি’’।

14:25 (IST)24 Dec 19





















বেলেঘাটায় বক্তব্য রাখছেন মমতা
14:15 (IST)24 Dec 19





















গান্ধী ভবনে পৌঁছোলেন মমতা

বেলঘাটার গান্ধী ভবনে পৌঁছোলেন মমতা।  নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন স্বামীজির বাড়ি থেকে মিছিল শুরু করেন তৃণমূল সুপ্রিমো।

13:47 (IST)24 Dec 19





















মিছিল থেকে উঠল সিএএ বিরোধী স্লোগান

মমতার মিছিলে উঠল এনআরসি-সিএএ বিরোধী স্লোগান।

13:32 (IST)24 Dec 19





















স্বামীজির প্রসঙ্গ টানলেন মমতা

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজপথে নেমে বিজেপিকে আক্রমণ করতে স্বামীজির প্রসঙ্গ উত্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘‘স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একদিন ভারতবর্ষের নেতৃত্ব বেরোবে মুচির ঘর থেকে, চাষার ঘর থেকে, অবহেলিত মানুষের ঘর থেকে। স্বামীজি বলেছিলেন, দেশের কল্যাণ, আমার কল্যাণ। দেশের মৃত্তিকা আমার গর্ব। তিনি একদিন মুসলমানের বাড়িতে গিয়ে তাঁর হুঁকো টেনেছিলেন তামাক খেয়ে বলেছিলেন আমার জাত গেল কিনা? একই ভাষায় নজরুল লিখেছিলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত করছে খেলা। রবি ঠাকুর বলেছিলেন, বাংলার মাটি বাংলার জল..’’।

13:28 (IST)24 Dec 19





















রাজপথে হাঁটছেন মমতা
13:15 (IST)24 Dec 19





















বিজেপিকে নিশানা মমতার

মিছিল শুরুর আগে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘বিজেপি হিন্দু-মুসলমান করতে চায়। আমরা হিন্দুস্তানের আন্দোলন করতে চাই। বিজেপির চালাকি এটা। একইভুল বারবার করে। আমরা কেউ এই ফাঁদে পা দিচ্ছি না। সব মানুষের অধিকার রক্ষার আন্দোলন এটা’’।

" id="lbcontentbody">
13:12 (IST)24 Dec 19





















মমতার মিছিলে জন সমাগম

সিএএ বিরোধিতায় আজ ফের পথে মমতা। মিছিলে যোগ দিয়েছেন অসংখ্য মানুষ। মিছিল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: শশী ঘোষ।

publive-image

13:05 (IST)24 Dec 19





















ফের রাজপথে নামলেন মমতা

সিএএ বিরোধিতায় আবারও কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সপ্তাহে মমতা বলেন, ‘‘বুকের পাটা থাকলে একটা ভোট হোক। সারা দেশে গণভোট হোক সিএএ ও এনআরসি নিয়ে। আপনারা (মোদী সরকার) করবেন না, রাষ্ট্রসংঘ করবে। রাষ্ট্রসংঘ, মানবাধিকার কমিশন, আর বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হোক। আমরা চাই, তারা ভারতবর্ষে গণভোট করুক। দেখা যাক এই আইন কতজন মানছেন আর কতজন মানছেন না। যদি না মানেন, তাহলে বলুন ইস্তফা দিতে বাধ্য হবেন। আগুন নিয়ে খেলবেন না’’।

গতকাল সংশোধিত নাগরিক্ত আইনের পক্ষে কলকাতায় অভিনন্দন ব়্যালি করে বিজেপি। ওই মিছিল মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। শ্যামবাজারের সভা থেকে সিএএ প্রতিবাদ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল সমালোচনা করেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। বিজেপি নেতৃত্বের দাবি, বাংলা সিএএ-এর পাশে রয়েছে, এই বার্তা সোমবারের মিছিলের ভিড়ের মাধ্যমে শাসক তৃণমূলকে পৌঁছে দেওয়া গিয়েছে। এদিকে, বিজেপির ভিড়ের পাল্টা শক্তি প্রদর্শনে মরিয়া জোড়াফুল শিবিরও। এদিনের মিছিলে তারই আভাস মিলতে পারে।

tmc Mamata Banerjee
Advertisment