Advertisment

‘মমতাকে নাগরিকত্বের আবেদন করতে হবে না’, জানিয়ে দিলেন বিজেপি নেতা

‘‘মুখ্যমন্ত্রী বলছেন, আমরা নাগরিক, নাগরিক তো মুখে বললে হয় না, নথি লাগে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নাগরিকত্বের আবেদন করতে হবে না। এমন কথাই বলেছেন মমতারই একদা সৈনিক তথা বর্তমান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে উত্তাল গোটা দেশ। সিএএ-র বিরোধিতায় প্রথম থেকেই আসরে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই সিএএ মেনে নেওয়া হবে না বলে রোজই সোচ্চার হচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এমন প্রেক্ষাপটে রাজারহাট-নিউটাউনের বিধায়কের এমন মন্তব্য নয়া মাত্রা এনে দিল রাজ্য রাজনীতিতে।

Advertisment

ঠিক কী বলেছেন সব্যসাচী দত্ত?

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মানুষকে বোঝাতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপি নেতারা। সেই কর্মসূচিতে যোগ দিয়ে বিধাননগরের প্রাক্তন মেয়র বলেন, ‘‘জন্মসূত্রে যাঁরা ভারতের নাগরিক, তাঁদেরকে আবেদন করতে হবে না। যাঁরা অন্য দেশ থেকে এসেছেন, তাঁদের আবেদন করতে হবে। মুখ্যমন্ত্রীকেও আবেদন করতে হবে না। আমাকেও আবেদন করতে হবে না’’। এ প্রসঙ্গে সব্যসাচী আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, আমরা নাগরিক, নাগরিক তো মুখে বললে হয় না, নথি লাগে’’।

আরও পড়ুন: ‘দেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে, মনে হয় পাওনা আছে’, জেএনইউকাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ

src="https://www.youtube.com/embed/g82-JYZswKw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

আরও পড়ুন: জেএনইউ-তে ‘ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক’, সরব ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মমতা

এ প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল নেতা বলেন, ‘‘সিএএ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। তাই আমরা জনসংযোগ যাত্রা করছি। মানুষকে বোঝাব। সিএএ আসলে কী, সেটা বোঝাব আমরা। সাধারণ মানুষের থেকে ফিডব্যাক নিয়ে দিল্লিকে জানাব। এই আইন আজ নতুন করে লাগু হয়নি, ১৯৫৫ লালে লাগু হয়েছে। এটা সংশোধিত হয়েছে। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও ব্যাপার নেই। ভুল বোঝানো হচ্ছে’’।

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার সোচ্চার হয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, জেলায় সিএএ বিরোধী কর্মসূচির পর আগামী ২২ জানুয়ারি পাহাড়ে যাচ্ছেন মমতা। সেখানেও সিএএ বিরোধী কর্মসূচি করবেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee
Advertisment