Advertisment

রাজ্যপালকে ফোন মমতার, কথা টাইপো নিয়ে

জ্যপাল-মুখ্যমন্ত্রী সম্পর্ক তলানীতে। তার মধ্যেই ফোনে কথোপকথনের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee called to jagdeep dhankar on bengal assembly midnight issue

ধনকড়কে ফোন মমতার।

রাজ্যপাল মধ্যরাতে বিধানসভার অধিবেশন ডেকেছিলেন। দায়ী করেছিলেন মমতার ক্যাবিনেটকে। দুপুরের এই ঘটনার পরই শোরগোল পড়ে যায়। এর কয়েক ঘন্টা পর বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সম্পর্ক তলানীতে। তার মধ্যেই ফোনে কথোপকথনের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যপালকে ফোনে মমতা জানিয়েছেন যে, বিধানসভা অধিবেশন নিয়ে সরকারি যে প্রস্তাব রাজভনে গিয়েছিল সেটিটে টাইপো ছিল। অর্থাৎ লেখার ভুল। পিএম-র জায়গায় ভুল করে এএম লেখা হয়েছে। যা নিয়েই বিভ্রান্তি ছড়ায়। মুখ্যমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকেছেন। তারপর আবার বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা সংক্রান্ত প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হবে।

এদিন দুপুরে রাজ্যপালের টুইট ঘোষণায় শোরগোল পড়ে যায়। জানা যায় যে, নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা। রাত ২টোর সময় বিধানসভার অধিবেশন ডাকেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জানান, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে সায় দিয়ে বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশন বসবে ৭ মার্চ ২টোর সময়। অর্থাৎ, ৬ মার্চ রাত ২টোয় শুরু হবে অধিবেশন।

টুইটে রাজ্যপাল লেখেন, 'সংবিধানের ১৭৪(১) ধারা অনুসারে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাজ্য বিধানসভার অধিবেশন ৭ মার্চ ২টোর সময় আরম্ভেব আহ্বান করছি। মধ্যরাতে অধিবেশন ডাকার ঘটনা অস্বাভাবিক ও নয়া ইতিহাস রচনার বিষয়, কিন্তু এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত।'

জানা যায় যে, নবান্নের তরফে বিধানসভা চালুর জন্য সরকারি যে নথি রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল তাতে প্রথমে বিধানসভার শুরুর সময় ৭ মার্চ দুপুর ২টোয় হলেও, নথির শেষ ওই দিন রাত ২টোর উল্লেখ ছিল। সেই টাইপোকেই হাতিয়ার করেছেন বাংলার রাজ্যপাল।

রাজ্যপালের দাবি ছিল, এই বিভ্রান্তি কাটাতেই আজ, মুখ্যসচিবকে তলব করা হয়েছিল। কিন্তু কাজের কথা জানিয়ে তিনি আসেননি।

Mamata Banerjee Jagdeep Dhankhar West Bengal Assembly
Advertisment