এয়ার ইন্ডিয়ার একাংশ কর্মীকে বিনা বেতনে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত ছুটিতে পাঠানোর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে মোদী সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে একযোগে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এমনকী আরএসএস অনুমোদিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘকেও প্রতিবাদের সামিল হওয়ার অনুরোধ করেন মমতা।
বেতন ছাড়া কীভাবে কর্মীরা জীবন ধারণ করবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'মহামারীর সুযোগ নিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। রাজ্যগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এই সরকার একাধিক আইন বদল করেছে। নিজেদের সুবিধা মতো যা ইচ্ছে করছে। সরকারের নামে স্বৈরাচার চলছে। দেশে শ্রম আইন রয়েছে। সব কিছু বুলডোজ করে কেন্দ্রীয় সরকার কীভাবে কর্মীদের চাকরি ছিনিয়ে নিয়ে তাঁদের জীবন বিপন্ন করে তুলতে পারে?'
কর্ম সংস্থানের জায়গায় মোদী সরকার কাজ কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'সবাই যখন কেন্দ্রকে গরীব মানুষ, হকার, অসংগঠীত ক্ষেত্রের কর্মীদের হাতে টাকা দিতে বলছে তখন কিছুই করা হচ্ছে না। এখন তারা কাজ ছিনিয়ে নিচ্ছে। এইভাবে চলতে পারেন না।' মমতার দাবি, 'নির্বাচিত সরকার সব ধ্বংস করে দিচ্ছে, যা অত্যন্ত লজ্জার।'
একইসঙ্গে কোল ইন্ডিয়ায়, রেলের মতো সংস্থায় বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দেওয়ায় নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন