Advertisment

আগামী সমস্ত নির্বাচনী সভা-কর্মসূচি বাতিল করলেন মমতা, চলবে ভার্চুয়াল প্রচার

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা জারি হতেই আগামী সমস্ত নির্বাচনী জনসভা-কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভার্চুয়াল প্রচার সভা করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সব কর্মসূচির নতুন সময় পরে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস সূত্রে।

Advertisment

বৃহস্পতিবার বিকেলে প্রথমে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের জন্য শুক্রবার বঙ্গসফর বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কিছুক্ষণ পরই নির্বাচন কমিশন ঘোষণা করে, আগামী দুই দফার ভোটের আগে সমস্ত বড় জনসভা,রোড শো, মিছিল বাতিল। কোনও রাজনৈতিক দল ৫০০ জনের বেশি জমায়েত নিয়ে সভা করতে পারবে না। এরপরই মুখ্যমন্ত্রী টুইট করে জানান, আগামিকাল, ২৩ এপ্রিল থেকে সমস্ত নির্বাচনী জনসভা, রাজনৈতিক কর্মসূচি তিনি বাতিল করছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে সমস্ত রোড শো, জনসভায় নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। বাইক, সাইকেল র‍্যালিতেও আজ থেকে কমিশনের নিষেধাজ্ঞা। সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে সর্বাধিক ৫০০ জনকে নিয়ে। আগে দেওয়া সমস্ত মিছিল-জনসভার অনুমতিও বাতিল, জানিয়ে দিয়েছে কমিশন।

শুক্রবার রাজ্যে চারটি সভা ছিল মোদীর। কলকাতা, সিউড়ি, মালদা ও মুর্শিদাবাদে। সফর বাতিল হলেও ভার্চুয়ালই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটায় ভার্চুয়াল সভা শুরু হবে তাঁর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, আগামী সমস্ত রাজনৈতিক কর্মসূচি তিনি বাতিল করেছেন। তবে ভার্চুয়াল প্রচার সভা করবেন বলে জানিয়েছেন তিনি।

Mamata Banerjee West Bengal Assembly Election 2021 election commission
Advertisment