বিধানসভা উপনির্বাচনে রাজ্যের চার কেন্দ্রেই জয়জয়কার তৃণমূলের। ইতিমধ্যেই রেকর্ড মার্জিনে জয়ী দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। ১ লক্ষ ৬৩ হাজার ভোটে জয় পেয়েছেন উদয়ন। গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলও ১ লক্ষ ৪১ হাজারের বেশি ভোটে জিতেছেন। বিপুল জয়ের পথে খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ও। এগিয়ে রয়েছেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। উপনির্বাচনে দলের এই বিপুল সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'এটা মানুষের জয়', টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উপনির্বাচনে দলের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। টুইটে প্রার্থীদের অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন! এটা মানুষের জয়। এই জয় দেখিয়ে দিল যে বাংলা অপপ্রচার ও ঘৃণার রাজনীতির বদলে উন্নয়ন ও ঐক্যকে বেছে নিয়েছে। জনগণের আশীর্বাদে বাংলাকে উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি!'
উপনির্বাচনেও জোড়াফুলের জয়ের ধারা অব্যাহত। ইতিমধ্যেই গোসাবা, দিনহাটায় তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে খড়দহ, শান্তিপুরেও তৃণমূল প্রার্থীদের জয় কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। দিনহাটায় উপনির্বাচনে জয়ের ব্যবধানে রেকর্ড গড়েছেন উদয়ন গুহ। ১ লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন উদয়ন।
দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা একুশের ভোটে দিনহাটার জয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বুথেই হেরে গিয়েছে বিজেপি। অন্যদিকে, গোসাবাতেও রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। ১ লক্ষ ৪১ হাজারেরও বেশি ভোটে জিতেছেন সুব্রত। খড়দহ কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়ও এগিয়ে রয়েছেন রেকর্ড মার্জিনে। এগিয়ে রয়েছেন শান্তিপুরের তৃণমূল প্রার্থীও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন