Advertisment

'নন্দীগ্রামে হেরেছেন, এবার নিজের স্বার্থে লড়ছেন ভবানীপুরে', মমতাকে কটাক্ষ স্মৃতির

ভবানীপুরে বিজেপির হয়ে পালা করে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রীরা। শনিবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচারে বেরোন স্মৃতি ইরানি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee contest Bhabanipur Bypoll for her own agenda, criticise Smriti Irani

স্মৃতির নিশানায় মমতা

জমে উঠেছে ভবানীপুরের লড়াই। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কোমর বেঁধে ময়দানে পদ্ম শিবির। শনিবার কেন্দ্রীয় মন্ত্রীস্মৃতি ইরানি ভবানীপুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমোকে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোন স্মৃতি। প্রচারে বেরিয়ে মমতাকে বিঁধে কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ, ''নন্দীগ্রামে হেরেছেন, এবার নিজের স্বার্থে লড়ছেন ভবানীপুরে।''

Advertisment

হাতে আর মাত্র কয়েকটি দিন। ভবানীপুরে প্রচারে ঝড় তুলেছে শাসক-বিরোধী সব পক্ষ। গত কয়েকদিনের মতো শনিবার সকালেও ভবানীপুরে দলনেত্রীর হয়ে প্রচারে ফিরহাদ হাকিম। এদিন চেতলায় বাড়ি-বাড়ি ঘুরে জনসংযোগের কাজ সারলেন ফিরহাদ। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলনেত্রীকে ভোটদানের আবেদন জানালেন ফিরহাদ।

অন্যদিকে, এদিন কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরেই দলের প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে প্রচারে বেরোন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কলকাতার ৭২ নং ওয়ার্ডে ঘুরে প্রচার সারেন স্মৃতি। জনসংযোগের কাজ সারার ফাঁকেই স্মৃতির কটাক্ষ তৃণমূল সুপ্রিমোকে। তিনি বলেন, ''নন্দীগ্রামে হেরেছেন, এবার নিজের স্বার্থে লড়ছেন ভবানীপুরে। এলাকার উন্নয়ন করতে নয়, ব্যক্তিগত অ্যাজেন্ডা নিয়েই ভোটে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।''

তৃণমূলনেত্রীকে বিঁধে স্মৃতি ইরানির কটাক্ষের জবাব দিয়েছেন ফিরহাদ হাকিমও। কেন্দ্রীয় মন্ত্রীকে 'পর্যটক' বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ফিরহাদ। তাঁর কথায়, ''স্মৃতি ইরানিরা পর্যটক হয়ে এসেছেন। তাঁরা এখানে আসেন আবার চলেও যান। সাস-বহুর নাটকের মূল্য নেই। গোটা বাংলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে রয়েছে।''

আরও পড়ুন- অপেক্ষার অবসান, অবশেষে খুলছে স্কুল, খুলে যাচ্ছে উপাসনালয়

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। দলনেত্রীর হয়ে প্রচারে ঝড় তুলছেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস ,পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্ররা। এলাকা ভাগ করে নিয়ে প্রচার চালাচ্ছেন তাঁরা। তৃণমূলনেত্রী নিজেও খাসতালুক ভবানীপুরে একের পর এক সভা করে চলেছেন। আগের দু’বার এই কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন ভবানীপুরের 'ঘরের মেয়ে'। তবে একুশের ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে ফের ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো। প্রচারে বাংলার উন্নয়নের বিস্তারিত খতিয়ান তুলে ধরছেন প্রায় প্রতিটি নির্বাচনী সভায়। উন্নয়নকে হাতিয়ার করেই ভোট চাইছেন তৃণমূল সুপ্রিমো।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee bypoll Smriti Irani Bhawanipur Priyanka Tibrewal
Advertisment