আজ প্রচারে মেগা ডুয়ালে মোদী-মমতা। কলকাতার ব্রিগেডে যখন তৃণমূল সরকারকে একের পর এক আক্রমণ শানিয়ে বাংলায় পরিবর্তনের ডাক দেবেন নমো, ঠিক তখনই মোদী সরকারের আমলে গ্যাসের রেকর্ড দাম বৃদ্ধির বিরুদ্ধে শিলিগুড়িতে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো।
দুর্নীতি-তোলাবাজি-কাটমানি সহ তৃণমূলের বিরুদ্ধে নানা ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি। প্রচারের ঝাঁঝ বাড়াতে ভোট ঘোষণার ১০ দিনের মাথায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ঠিক সেদিনই গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয়ে আপাতত ভোটের আগে একদিকে বিজেপিকে যেমন নিশানা করবেন মমতা, ঠিক তেমনই ভোটারদের হেঁসেলেও ঢু মারবেন। এক ডিলে দুই পাখি মারার সঙ্গেই মোদীর ব্রিগেডের লাইম লাইটও কেড়ে নেওয়া এটা জোড়া-ফুল শিবিরের সুচারু প্রয়াস বলেই মনে করা হচ্ছে।
রবিবার সকালে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে টুইটে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। টুইটে মমতা লিখেছেন, 'প্রায় রোজই এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে লুঠ করছে বিজেপি। এর সব থেকে বেশি প্রভাব পড়েছে মহিলাদের উপর। এসত্ত্বেও শুল্ক কমিয়ে মানুষের উপর থেকে বাড়তি বোঝা কমাতে কেন্দ্রের উদ্যোগের অভাব লক্ষ্য করছি, যা আমার কাছে অত্যন্ত বিরক্তির। প্রতিবাদে শিলিগুড়িতে মহিলারা আজ মিছিল করবেন, যার নেতৃত্বে থাকব আমি। অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমাতে হবে!'
এদিন দার্জিলিং মোড় থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। প্রায় সাড়ে ৩ কিলোমিটার হেঁটে শেষ হবে ভেনাস মোড়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুনলুঠ