Advertisment

মমতা সরকার হিন্দু বিরোধী-সংখ্যালঘু তোষণের রাজনীতি করে: নাড্ডা

হিন্দুত্বের তাসেই মমতাকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মমতা ব্যানার্জী

হিন্দুত্বের তাসেই মমতাকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। তার আগে মমতা সরকারকে 'হিন্দু বিরোধী মনোভাবাপন্ন' বলে অভিযোগ করলেন নাড্ডা। একই সঙ্গে তাঁর দাবি, রাজনৈতিক ফায়দা লুঠতে তৃণমূল 'সংখ্যালঘু তোষণ' করে।

Advertisment

সম্প্রতি বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হয়েছে। সেই কমিটির বৈঠকে মমতা সরকারকে ছুড়ে ফেলে দিতে আহ্বান জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, '৫ই অগাস্ট যখন গোটা দেশ ভূমি পুজো দেখছে তখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন জারি করেছেন। স্থানীয়স্তরে হিন্দুদের ভূমি পুজোর আনন্দ উদযাপন থেকে বিরত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। কিন্তু, বখরি ঈদে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। রাজ্য সরকারের এই নীতিই প্রমাণ করছে যে মমতা সরকার হিন্দু-বিরোধী তোষণের রাজনীতি করে।'

বাংলার একুশের ভোট গেরুয়া শিবিরের পাখির চোখ। এ দিন ভার্চুয়াল সভায় বাংলা দখলের পথও বাতলে দিয়েছেন জেপি নাড্ডা। তাঁর কথায়, '২০১১ সালের বিধানসভায় আমরা ৪টে আসন জিতেছিলাম। ২০১৪ লোকসভায় ২টি। কিন্তু ভোট বেড়েছিল ১৮ শতাংশ। ২০১৯ সালের লোকসভায় সেই ভোট বেড়ে হয়েছে ৪০ শতাংশ। সাফল্যের এই ধারা বজায় রাখতেই হবে। ২০২১ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে।'

সম্প্রতি পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে অশান্ত হয় বিশ্বভারতী। চলে ভাঙচুর। কবিগুরুর স্মৃতিধন্য শান্তিনিকেতনে এই ধরণের অশান্তির জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেন পদ্ম বাহিনীর মাসিহা।

তৃণমূল আমলে গত কয়েক বছরে রাজ্যে একশর বেশি বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন বলে দাবি করেন নাড্ডা। দু'হাজারের বেশি গেরুয়া দলসলের কর্মীকে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে। তৃণমূলকে 'গণতন্ত্রের ধারক-বাহক' বলে কটাক্ষ করে বিজেপি সভাপতি বলেন, 'হিংসা হচ্ছে দেখেও কেন চুপ মমতা সরকার?'

লোকসভা ভোটের প্রচারে মমতাকে ‘উন্নয়নের স্পিড ব্রেকার’ বলে বিঁধেছিলেন মোদী। এ দিন নাড্ডা বলেন, 'আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ ক্রেডিট কার্ড সহ কেন্দ্রের একাধিক উন্নয়ন প্রকল্প ও বাংলার মানুষের মধ্যে বাঁধা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যা মেনে নেওয়া যায় না। গরিব মানুষদের বঞ্চিত করছেন মুখ্যমন্ত্রী।' প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে বাংলা আবাস যোজনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি সভাপতি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee bjp tmc
Advertisment