Advertisment

‘আধার-ভোটার কার্ড নহি চলেগা! বিজেপি কা মাদুলি চলেগা?’, শাহকে প্রশ্ন মমতার

‘‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আগুন জ্বালানো আপনার কাজ নয়,আগুন নেভানো কাজ। হাতজোড় করে অনুরোধ করছি, শান্তি বজায় রাখুন’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, amit shah, মমতা, অমিত শাহ

মমতা ও অমিত শাহ।

এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে অমিত শাহকে চরম নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়’, অমিত শাহের এই মন্তব্যকে একহাত নিয়ে মমতার কটাক্ষ, ‘‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে কেন আধার কার্ড বানালেন? কেন আধার সংযুক্তিকরনের কথা বলছেন? বলছেন ভোটার কার্ড চলবে না। তাহলে কি বিজেপির মাদুলি চলবে?’’ একইসঙ্গে শাহকে আর্জির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আগুন জ্বালানো আপনার কাজ নয়, আগুন নেভানো কাজ। হাতজোড় করে অনুরোধ করছি, শান্তি বজায় রাখুন’’।

Advertisment

উল্লেখ্য, মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ওটা ভিন্ন উদ্দেশ্যে বানানো হয়েছে’’। এনআরসি-সিএএ বিক্ষোভে যখন উত্তাল দেশ, সেই আবহে শাহের এহেন মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। মোদী সেনাপতির সেই মন্তব্যকেই হাতিয়ার করে এবার গলা হাঁকালেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: বৈশাখীর ইস্তফা ‘গৃহীত’, আহত শোভন

mamata, amit shah, মমতা, অমিত শাহ মহামিছিলে মমতা। ছবি: শশী ঘোষ।

শাহকে টার্গেট মমতার

হাওড়া ময়দান থেকে মহামিছিল শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অমিত শাহকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশে আগুন জ্বালানো আপনার কাজ নয়, আগুন নেভানো কাজ। হাতজোড় করে অনুরোধ করছি’’। এরপরই মমতা বলেন, ‘‘দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ যখন জ্বলছে, আপনি কেন বলছেন হোগাই হোগা, ক্যয়া হোগা? আধার কার্ডে চলবে না? তাহলে কেন আধার কার্ড বানালেন? দেশের নাগরিক হিসেবে জানতে চাই। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন, আধার দিয়ে হবে না। ৬ হাজার কোটি টাকা কেন খরচ করলেন আধারের জন্য? কেন ফোনে আধার যোগ করলেন। আধার-ব্যাঙ্ক সংযুক্তিকরণের কথা কেন বলছেন? প্যান কার্ডেও হবে না বলছে। ভোটার কার্ড থাকলেও হবে না! ভোটাররা ভোট দিয়েছেন বলে আমার আপনার সরকার আছে। আর আপনি বলছেন ভোটার কার্ড নহি চলেগা, বিজেপি কা মাদুলি চলেগা? কেন আমরা আধার কার্ড, প্যান কার্ড বানালাম তাহলে?’’ একইসঙ্গে মমতা বলেন, ‘‘দয়া করে বলছি, আপনার দলকে কন্ট্রোল করুন। শান্তি বজায় রাখুন’’।

আরও পড়ুন: ‘আমার পোশাকটা কি খারাপ?’, প্রশ্ন মমতার

অন্যদিকে, ডোরিনা ক্রসিংয়ে এদিন মমতা বলেন, ‘‘আমরা কেউ হিংসা চাই না বলেই পথে নেমেছি। ১ হাজার বুলেটের যা দাম, ১০টা মানুষ যদি শান্তির কথা বলে, তার দাম বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না। আগুন জ্বালিয়ে হয় না। দাঙ্গা করে হয় না। রাস্তা অবরোধ করব না। মানুষের অসুবিধা করব না। দু-একটা ঘটনা ঘটেছে, কোথায় শান্ত করবে তা না, সব ট্রেন বন্ধ করে দিয়েছে। যাত্রীদের দোষ কী? গান গাও, ছবি আঁকো, এভাবে প্রতিবাদ করো’’।

Mamata Banerjee amit shah
Advertisment