/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/tmc-1.jpg)
ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ের পথে তৃণমূল, আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মীরা । ছবি : শশী ঘোষ
বেলা যত এগোচ্ছে ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ততই বাড়ছে। বাঁধভাঙা উচ্ছ্বাস দলের কর্মী-সমর্থকদের মধ্যে। ভবানীপুরে যেন অকাল হোলি শুরু। সবুজ আবিরে ছেয়ে গিয়েছে ভবানীপুরের আকাশ। কর্মী-সমর্থকরা আবির খেলার পাশাপাশি করাচ্ছেন মিষ্টি-মুখ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/tmc-2.jpg)
শুরু থেকেই ভবানীপুরে বিপুল জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ছিল তৃণমূল। রবিবার পোস্টাল ব্যালটেও বাকিদের পিছনে ফেলে এগিয়েছিলেন তৃণমূলনেত্রী। এরপর ইভিএম খোলার পর লিড বাড়তে শুরু করে তাঁর। ভবানীপুরে বিপুল জয়ের পথে তৃণমূল, ছবিটা এখনও স্পষ্ট না হলেও ইঙ্গিতটা বেশ স্পষ্ট। কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতেছেন। কালীঘাটে সবুজ আবির খেলায় মজে তৃণমল কর্মী, সমর্থকরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/tmc-3.jpg)
ভবানীপুরজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদে উচ্ছ্বাস-উন্মাদনা আজ চোখে পড়ার মতো। সবুজ আবির খেলায় ব্যস্ত তাঁরা। পাড়ার মোড়ে-মোড়ে আলোচনা। লিড বাড়ছে দিদির, মিষ্টিমুখ করাচ্ছেন তাঁর অনুগামীরা। ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর-সামশেরগঞ্জেও বড়সড় ব্যবধান এগিয়ে তৃণমূল প্রার্থীরা। একইভাবে সেখানেও শুরু আবির খেলা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/tmc-4.jpg)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন