Advertisment

"৮০ শতাংশ খরচ বহন করে রাজ্য, আর পুরো কৃতিত্বটা নেয় কেন্দ্র"

গত ৩১ ডিসেম্বর রাজ্যের কৃষকদের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৭২ লক্ষ কৃষক রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধে পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বোলপুরের প্রশাসনিক বৈঠক

নতুন বছরে 'কৃষক বন্ধু' প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই খবর জানা গিয়েছিল আগেই। বুধবার বোলপুরের প্রশাসনিক বৈঠকে সেই নিয়েই বিশদে

আলচনা করলেন মমতা। কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, কৃষক বিমা নিয়ে রাজনীতি করছে মোদী সরকার।

Advertisment

বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "আর আমরা কৃষক বিমা নিয়ে কেন্দ্রকে রাজনীতি করতে দেব না। মোট খরচের মাত্র ২০ শতাংশ বহন করে কেন্দ্র এই প্রকল্পের সঙ্গে নিজেদের নাম জড়াতে চাইছে। আমরা এখন ৮০ শতাংশ খরচ বহন করি, ভবিষ্যতে পুরোটাই করব। সিংহভাগ ব্যয়ভার বহন করি আমরা, আর প্রকল্পের সমস্ত কৃতিত্ব নিয়ে নেয় কেন্দ্র"।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে রাজ্যের ৪৯ শতাংশ কৃষক বিমা সুবিধা পাচ্ছেন। অদূর ভবিষ্যতে বাকিদেরকেও বিমার আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন, বেদান্ত এবার ত্রিপুরা চলল

গত ৩১ ডিসেম্বর রাজ্যের কৃষকদের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৭২ লক্ষ কৃষক রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধে পাবেন। একাধারে কৃষকদের সাহায্যার্থে যেমন এই প্রকল্প, তেমনি, কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবার যেন আর্থিক অনটনের মধ্যে না পড়েন, তারও ব্যবস্থা করবে।

প্রকল্প অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু (দুর্ঘটনা, রোগে বা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য)  হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার। এছাড়া প্রতি একর জমির জন্য দু’দফায় ৫ হাজার টাকা পাবেন কৃষকেরা। নতুন বছরের শুরু থেকেই কার্যকর হবে প্রকল্প। তবে আপাতত সুবিধা পাওয়ার জন্য আগামী ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন কৃষকেরা।

Read the full story in English

Mamata Banerjee
Advertisment