Advertisment

আমায় পছন্দ না হলে ভোট দেবেন না, কিন্তু স্থানীয় দলকে দিন: মমতা

বুধবার কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে যদি পছন্দ না হয়, ভোট দেবেন না। কিন্তু স্থানীয় দলকে তো ভোট দিন’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, Mamata Banerjee news, মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর, Kurseong, কার্শিয়ং, darjeeling, দার্জিলিং

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার।

পাহাড়ে গিয়ে লোকসভা নির্বাচনের ফল নিয়ে পাহাড়বাসীর উপর ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘ভূমিপুত্রই ভোট পেল না’, এ ভষাতেই দার্জিলিঙে লোকসভা ভোটের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে যদি পছন্দ না হয়, ভোট দেবেন না। কিন্তু স্থানীয় দলকে তো ভোট দিন’’। একইসঙ্গে বিজেপিকে দুষে মমতা বলেন, ভোটের সময় কয়েকজন লোক বাইরে থেকে এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন। আপনাদের অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আপনারা শোনেননি।

Advertisment

ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথমবার পাহাড়ে গিয়ে মমতা বলেন, ‘‘আপনারা যদি আমায় পছন্দ না করেন, ভোট দেবেন না। কিন্তু স্থানীয় দলকে ভোট দিন। দার্জিলিঙের ৩টি বিধানসভা কেন্দ্রের প্রতি আমার কোনও আগ্রহ নেই, কারণ আমি আপনাদের সঙ্গেই রয়েছি। যাই হোক, আমরা আপনাদের জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না’’। এরপর তৃণমূলনেত্রী বলেন, ‘‘আমার খুব খারাপ লেগেছে যে, আপনাদের ভূমিপুত্র অমর রাই ভোট পেলেন না। অথচ বাইরে থেকে একজনকে অনেক টাকা খরচ করে কেউ (বিজেপি) আনল, তাঁকেই ভোট দিলেন। দার্জিলিঙের প্রতি ওদের (বিজেপি) কোনও আবেগ নেই। এই আবেগ একমাত্র ভূমিপুত্রদেরই থাকে। আমরা কখনই এখানে এসে আপনাদের জমি-বাড়ি নেব না। এনআরসির নাম করে এখানে অশান্তির আগুন জ্বালাব না’’।

আরও পড়ুন: ‘সরকারের টাকা কি সস্তা?’, বিশ্ববিদ্যালয় তৈরির খরচের হিসেব নিয়ে চটলেন মমতা

প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে দার্জিলিঙে মোর্চার সঙ্গে জোট বেঁধেও বাজিমাৎ করতে পারেনি তৃণমূল। বিজেপি প্রার্থী রাজু বিস্তের কাছে হেরেছেন তৃণমূল সমর্থিত মোর্চা প্রার্থী অমর সিং রাই। সেই প্রেক্ষিতে লোকসভার ফলের পর প্রথমবার পাহাড়ে গিয়ে প্রশাসনিক বৈঠকে এ নিয়ে যেভাবে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

Read the full story in English

Mamata Banerjee bjp tmc
Advertisment