নারদ মামলায় হলফনামা দাখিলে সোমবার কলকাতা হাইকোর্টে ফের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা জমা নেয়নি হাইকোর্ট। যার বিরুদ্ধে সুপ্রমি কোর্টে আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটক। তার প্রেক্ষিতেই শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ২৯ জুন হাইকোর্টে নারদ মামলার শুনানির আগেই মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী কলকাতা হাইকোর্টে ফের হলফনামা দাখিলের আবেদন করতে পারবেন। সেই অনুসারেই এদিনের আবেদন।
গত মে মাসের ১৭ মে নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফর করে সিবিআই। যা ঘিরে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। এরপরই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। নিজাম প্যালেসে প্রায় ৬ ঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী। ফলে উত্তজনা বাড়তে থাকে সিবিআই দফতরের বাইরে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে বাড়তি বাহিনী মোতায়েন করতে হয়। যা বালোভাবে নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের অভিযোগ, হেভিওয়েট নেতাদের গ্রেফরির বিরুদ্ধে চাপ তৈরি করছে রাজ্যের শাসক দল। তদন্তকারীদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকেও পক্ষ করা হয়। তাঁদের হলফনামা দিতে বলে আদালত। কিন্তু, সময়ের মধ্যে হলফনামা পেশ না করায় কলকাতা হাইকোর্ট হলফনামা গ্রহণ করেনি। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটক। পরে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর ও আইনমন্ত্রীর আবেদনে মান্যতা দেয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন