Advertisment

২০ অগাস্ট অবিজেপি দলগুলিকে নিয়ে বৈঠক সোনিয়ার, থাকতে পারেন মমতা

একগুচ্ছ ইস্যু হাতে নিয়ে বিজেপি বিরোধিতায় বাকি দলগুলির আগামীদিনে রণকৌশল ঠিক কী হবে, তা নিয়েই আলোচনা হবে এই বৈঠকে৷

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee will attain opposition meeting today

লক্ষ্য ২০২৪৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একজোট বিরোধীরা৷

বিজেপি বিরোধী জোটের সলতেটা দিল্লি গিয়েই পাকিয়ে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি বিরোধী একাধিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে এসেছিলেন তৃণমূলনেত্রী৷ ২০২৪-এর আগে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে আলাদা করে সময় বের করে সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছিলেন তৃণমূলনেত্রী৷ বিজেপি বিরোধিতায় আন্দোলনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে দুই নেত্রীর৷ এবার পালা সোনিয়া গান্ধীর৷ আগামী ২০ অগাস্ট অবিজেপি দলগুলির শীর্ষ নেতাদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক ডেকেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী৷ সেই বৈঠকে থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

Advertisment

ইস্যু একগুচ্ছ৷ কেন্দ্রের শাসকদলের উপর চাপ বাড়াতে এটাই সঠিক সময় বলে মনে করছে বিরোধী দলগুলি৷ পেগাসাস, কৃষি আইন, পেট্রোপণ্যের আকাশছোঁয়া দাম-বৃদ্ধির প্রতিবাদে সংসদে একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলির সাংসদদের৷ প্রায় সব ইস্যুতেই সংসদের দুই কক্ষে একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা৷ বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক ছাতার তলায় আনতে এবার সচেষ্ট কংগ্রেস৷

আরও পড়ুন-ভারতীয় আইন এবং ট্যুইটার নীতির পরিপন্থী! সরেছে রাহুল-সহ কং নেতাদের ট্যুইট, কেন এই ব্যবস্থা

আগামী ২০ অগাস্ট বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধী৷ সেই বৈঠকে থাকতে পারেন উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন, শরদ পাওয়ার থেকে শুরু করে দেশের তাবড় রাজনীতিবিদ৷ বৈঠকে কংগ্রেস-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন৷ ওই বৈঠকেই হাজির থাকার সম্ভাবনা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷ তবে এব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷

বিরোধীদের পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন৷ মোদী-শাহদের গদিচ্যুত করতে একজোট হয়ে লড়ার সংকল্প নিচ্ছে বিরোধীরা৷ জাতীয়স্তরে বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে তুলে ধরতে সচেষ্ট হচ্ছে বিরোধী একাধিক দল৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবশ্য বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার চেয়ে জোটের শরিক হতেই বেশি আগ্রহী বলে জানিয়েছেন৷

সোনিয়া গান্ধীর ডাকে আগামী ২০ অগাস্টের বৈঠক রাজনৈতিকভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ একগুচ্ছ ইস্যু হাতে নিয়ে আগামী দিনে বিজেপি বিরোধিতায় অবিজেপি দলগুলির রণকৌশল ঠিক কী হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বৈঠকে৷ এরই পাশাপাশি বিজেপি বিরোধিতায় কংগ্রেসকে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাকি দলগুলি কতটা প্রাসঙ্গিক বলে মনে করছে এই বৈঠকের মাধ্যমে তারও একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়ার চেষ্টা করছে হাত-শিবির৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp CONGRESS Mamata Banerjee sonia gandhi
Advertisment