/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/Mamata-Banerjee.jpg)
বারাণসীতে অখিলেশ যাদবের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।
যোগী-রাজ্যের বারাণসীতে দাঁড়িয়ে বিজেপির তুমুল সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্জি জানালেন এবার ভোটে এক ধাক্কায় বিজেপিকে উত্তরপ্রদেশ থেকে ছুড়ে ফেলার। মুখ খুললেন গতকাল গঙ্গার ঘাটে তাঁকে বিজেপি কর্মীদের বিক্ষোভ, কালো পতাকা প্রদর্শন নিয়েও।
শুরুতেই গতকালের প্রসঙ্গ টানেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, 'এয়ারপোর্ট থেকে আসার সময়ই বিজেপি কিছু কর্মী আমাকে কালো পতাকা দেখিয়েছিল, গাড়িতে ডান্ডা মারল। তখনই গাড়ি থেকে নেমে দাঁড়াই। ভাবলাম উত্তরপ্রদেশে বিজেপি হেরে গিয়েছে। এরপর গঙ্গার ঘাটে গিয়েও একইকাণ্ড করেছে। আমি বলি হর হর মহাদেব।' এরপরই হুঁশিয়ারির সুরে মমতার বলেন, 'আমি ভীতু নই, আমি লড়াকু। আমার দলের এখানে সংগঠন নেই। তবু শুধু আমাকে দেখেই ওরা ভয় পেয়ে গেল। তাই শুধু এবার নয়, সব পর্যায়ের ভোটের আগে প্রয়োজনে প্রচারে আসব। '
নাম করেই এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, 'নামেই সাধু। উনি সাধুদের নাম খারাপ করছেন। নামে যোগী হলেও আসলে উনি ভোগী। উনি গরীবদের কী দেবেন?'
অ্যান্টি রোমিও স্কোয়াড, কোভিডকালে গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়া, পরিয়ায়ী শ্রমিকদের নিয়ে মোদী ও যোগী সরকারের অবস্থান সহ নানা ইস্যু তুলে ধরে এদিন উত্তরপ্রদেশের যোগী সরকারের সমালোচনায় মুখর ছিলেন মমতা। তাঁর অভিযোগ, 'ভোট এলেই বিজেপি মন্দির মন্দির করে। হিন্দু-মুসলমান ভেদাভেদ করেন। আসলে আচ্ছে দিন আসবে বলে ওরা দেশটাকে বেচে দেওয়ার তালে রয়েছে। তাই এবার আপনারাই বিজেপিকে এক ধাক্কায় উত্তরপ্রদেশ থেকে বের করে দিন।' তুলে ধরেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সামাজিক উন্নয়ন প্রকল্পের কাজও।
উত্তরপ্রদেশের মাটিকতে দাঁড়িয়েও একুশের ভোটে বাংলার জনপ্রিয় স্লোগান 'খেলা হবে'র ডাক দেন তৃণমূল নেত্রী। বলেন, 'খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারা উপযুক্ত জবাব দেবেন। '
সবশেষে তৃণমূল সুপ্রিমো বলেন, 'উত্তরপ্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই অন্ধকার সরিয়ে নতুন আলো আসবে।'