Advertisment

মমতার সরকার ভাঙার কোনও ইচ্ছে নেই: মুকুল রায়

‘সরকার ভাঙার ইচ্ছে বিজেপির নেই, মানুষ ওঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন’’, এ ভাষাতেই মমতার অভিযোগ খণ্ডন করলেন বিজেপি নেতা মুকুল রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul roy, mamata banerjee, মুকুল রায়, মমতা

মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর সরকার ভাঙার চক্রান্ত করছে বিজেপি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এহেন অভিযোগের পরই সরব হলেন তাঁর একসময়ের বিশ্বস্ত সৈনিক মুকুল রায়। ‘‘সরকার ভাঙার ইচ্ছে বিজেপির নেই, মানুষ ওঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন’’, এ ভাষাতেই মমতার অভিযোগ খণ্ডন করলেন মুকুল রায়। উল্লেখ্য, সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেন, ‘‘‘আমার সরকার ভাঙার চক্রান্ত করে যদি বিজেপির লোকেরা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করবেন, তাহলে মনে রাখবেন, মৃত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর…লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই। নিজেরাই জানল না কী করে জিতল? ২ বছর বাদে বিধানসভা নির্বাচন’’।

Advertisment

আরও পড়ুন: ‘সরকার ভাঙার চক্রান্ত হচ্ছে, মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর’

এদিন বিজেপি নেতা মুকুল রায় আরও বলেন, ‘‘মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। যেখানে তৃণমূল পেয়েছে ২.৪৭ কোটি ভোট, সেখানে বিজেপি পেয়েছে ২.৩ কোটি ভোট। কংগ্রেস পেয়েছে ৩২ লক্ষ ভোট, সিপিএম পেয়েছে ৪৭ লক্ষ ভোট, এটা ওঁর (মমতা) ভুলে গেলে চলবে না। হিসেব অনুযায়ী শাসকদলের থেকে বিরোধীরা বেশি ভোট পেয়েছে। যার মানে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। মানুষের রায় ওঁর মেনে নেওয়া উচিত’’।

এদিকে, সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে মুকুল বলেন, ২ জন নিহত হয়েছে, আরও ৩ জন নিখোঁজ হয়েছে। পাশাপাশি মমতাকে নিশানা করে মুকুল বলেন, ‘‘উনি বিজেপি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দিচ্ছেন’’। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো পার্থ চট্টোপাধ্যায়ের চিঠি জনসমক্ষে আনা নিয়ে মুকুল বলেন, ‘‘এটা দুর্ভাগ্যের যে, স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো পার্থ চট্টোপাধ্যায়ের চিঠি জনসমক্ষে আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠানোর সমস্ত অধিকার ওঁর আছে। কিন্তু তা প্রকাশ্যে আনা হল কেন? এবার আমি ওঁকে খুব শীঘ্রই এর জবাব দেব’’।

Mamata Banerjee mukul roy
Advertisment