/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/modi-mamata-2.jpg)
মোদী-মমতা
কেন্দ্রীয় সরকারের কৃষি বিল নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকেই দলের মহিল শাখার নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নির্দেশ দিলেন গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসার। দলের ছাত্র সংগঠন এবং ক্ষেতমজুর ও কিষাণদের সংগঠনকেও পর্যায়ক্রমে পথে নামার নির্দেশ দিয়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, " হিটলারের কায়দায় দেশ চালানো হচ্ছে। ফ্যাসিজম চলছে।"
রবিবার ফার্মার বিল পাশ করনো নিয়ে রাজ্যসভা উত্তপ্ত হয়েছে। ৮ জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এদিন এর আগে টুইটে কৃষি বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "করোনা ঠেকাতে পারল না এবার দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে দেশকে। দেশে দুর্ভিক্ষ ডেকে আনতে চাইছে মোদী সরকার। যেমন ১৯৪৩-এ হয়েছিল। কালকের ঘটনা নিন্দার যোগ্য। শুধু সাসপেন্ড নয় নিন্দা প্রস্তাবও নিয়েছে। সারা দেশের মানুষ ছি ছি বলবে। কৃষকদের জমি কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আলু, পেঁয়াজ বাইরে পাঠিয়ে দিচ্ছে। সব এসব মনিটরিং করতাম। এখন রাজ্য়ের সব ক্ষমতা কেড়ে নিয়েছে।"
মমতা এদিন সমস্ত রাজনৈতিক দলকে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, "প্রয়োজনে তৃণমূল কংগ্রেস পিছনের সারিতে থাকবে। কাসর-ঘণ্টা বাজিয়ে শ্লোগান দেবে বিজেপি সরকার আর নেই দরকার।" দিল্লিতে কৃষি বিল নিয়ে আন্দোলন শুরু হয়েছে। মমতা বলেন, "সব রাজনৈতিক দলগুলো এক হয়েছে কৃষক ইস্যুতে। আগামী দিন শ্রমিক ইস্যুতে সব রাজনৈতিক দল এক হবে। শ্রমিকদের ওপর বজ্রাঘাত ও কৃষকদের ওপর প্রত্যাঘাত। সর্বস্তরের মানুষকে প্রতিবাদে সামিল হতে আহ্বান জানাচ্ছি। চন্দ্রিমার নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেস কয়েকজনকে নিয়ে হলেও কাল গান্ধীমূর্তির পাদদেশে বসে ধরনা দেবে। কাল মহিলারা, পরশু ছাত্ররা, তারপর দিন আমাদের ক্ষেত মজুর কিষান সংগঠন পথে নামবে।"
বিজেপি মজুতদার, কালোবাজারীদের সরকার হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন মমতা। গতকালের দিনটাকে 'ব্লাক সানডে' বলে উল্লেখ করেছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রীর গলায় ছিল দলীয় সাংসদ মহুয়া মৈত্রের সুরের প্রতিধ্বনী, "উলঙ্গ রাজা তোমার কাপড় কোথায়।"