Advertisment

'ছেলেটির সঙ্গে নাকি মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল, ইজ ইট আ ফ্যাক্ট?', হাঁসখালি নিয়ে বললেন মমতা

এছাড়াও মেয়েটির পরিবারের অভিযোগ দায়ের নিয়েও নানা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee on hanskhali rape case

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাঁসাখলি ধর্ষণ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা বিতর্কে নয়া মাত্রা যোগ করল। হাঁসখালির নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল কিনা সেই জল্পনা উস্কে দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মেয়েটির পরিবারের অভিযোগ দায়ের নিয়েও নানা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

সোমবার নবনির্মিত মিলন মেলা প্রাঙ্গনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিষয়টি খুন নাকি ধর্ষণ নাকি লাভ অ্যাফেয়ার তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ছেলেটির নাকি মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল। ইজ ইট আ ফ্যাক্ট?'

এরপরই নির্যাতিতার পরিবারের অভিযোগ দায়ের নিয়ে একাধিক প্রশ্ন তোলেন মমতা। বলেন, 'গত ৫ তারিখে ঘটনাটি ঘটেছে, সেটি জানানো হচ্ছে ১০ তারিখে। কেন? দেহ সৎকার হল কেন? তাহলে তো তথ্যপ্রমাণ পাওয়া সম্ভব নয়। এটা কি উত্তরপ্রদেশ যে আমরা লাভ জেহাদ নিয়ে আলোচনা বসাব? এটা বাংলা। গ্রেফতার করা হয়েছে। কোনওরকম রং না দেখেই গ্রেফতার করা হয়েছে।'

ধৃত ব্রজগোপাল গোয়ালার পরিবার তৃণমূলের সক্রিয় সদস্য বলে অভিযোগ উঠেছে। সে নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'কারও বাবা-দাদা যদি তৃণমূল করে আর সেই ছেলে যদি প্রেম করে তাহলে কার কী করার আছে। বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল। কী করবেন বলুন। তৃণমূলকে টানবার কী দরকার? তৃণমূল শুনলেই চোখে সরষে ফুল দেখছে।'

শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'পুলিশ এখনও তদন্ত করছে। ঘটানাটি অত্যন্ত খারাপ। গ্রেফতারও হয়ে গিয়েছে। তদন্তে কোনও রং দেখা হবে না।'

কয়েক দিন আগে নদিয়ার হাঁসখালিতে ঘটে যাওয়া ঘটনা গত শনিবার প্রকাশ্যে আসে। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করেছে স্থানীয় তৃণমূল নেতার ছেলে। ধর্ষণের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হয় মেয়েটির। পরে তাঁর মৃত্যু হয়। এরপরই দ্রুত নির্যাতিতার দেহ দাহ করে দেওয়া হয় বলেও অভিযোগ। তদন্তে নেমে অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্ত ব্রজগোপাল গোয়ালাকে গ্রেফতার হয়েছে।

Mamata Banerjee westbengal
Advertisment