Advertisment

'আমারও দুঃখ হয়েছে', মৃত বাম কর্মীর পরিবারকে চাকরির আশ্বাস মমতার

ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। কেন তিন দিন আগে মইদুলের অসুস্থতার কথা, হাসপাতালে ভর্তির কথা তাঁর বাড়িতে জানানো হল না?'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নবান্ন অভিযানে অংশ নেওয়া ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হয়েছে। বামেদের অভিযোগ পুলিশের লাঠির ঘায়েই মৃত্যু হয়েছে জখম মইদুলের। এই ঘটনার তদন্ত পুলিশ করবে বলে সোমবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনায় তিনিও দুঃখ পেয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আশ্বাস, প্রয়োজনে মৃত বাম কর্মী মইদুলের পরিবারের কোনও সদস্যকে চাকরি, আর্থিক সাহায্য দেওয়া হবে।

Advertisment

ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু নিয়ে এদিন নবানন্নে মুখ্যমন্ত্রী বলেছেন, 'যেকোনও মৃত্যুই দুঃখজনক। আমারও দুঃখ হয়েছে। চাইলে সরকারি চাকরি, আর্থিক সাহায্য দেওয়া হবে গরিব ছেলেটির পরিবারকে।'

আরও পড়ুন- নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাত, মৃত্যু CPIM-এর যুব নেতার

বামেদের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়েই নবান্ন অভিযানে অংশ নেওয়া মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে মমতা বলেছেন, 'আমি সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম। ময়না তদন্তেরর মৃত্যুর কারণ জানা যাবে।' মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'কেন তিন দিন আগে মইদুলের অসুস্থতার কথা, হাসপাতালে ভর্তির কথা তাঁর বাড়িতে জানানো হল না?'

বাম যুব সংগঠনের কর্মীর মৃত্যুর ঘটনা পুলিশ তদন্ত করবে বলে নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মইদুলের আগে থেকে কোনও শারীরিক সমস্যা ছিল কিনা তাও দেখা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee CPIM DYFI
Advertisment