ডিজিটাল মাধ্যমে বিজেপির প্রবল উপস্থিতির সঙ্গে টক্কর দিতে বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এর আগে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর নেতৃত্ব ডিজিটাল বাহিনী তৈরি করেছিল তৃণমূল। কলকাতা ও জেলাগুলিতে সচেতনাতা বৃদ্ধিতে দলীয় সভাও করেছে ঘাসফুল শিবির। তবে তাতেও টক্কর দেওয়া যাচ্ছিল না বলে মনে করেছে তৃণমূলেরই একটা বড় অংশ। সে জন্যই জনগণের সঙ্গে সরাসরি ফোন ও ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করার জন্য ‘দিদিকে বলো’ ওয়েবসাইট ও ফোন নম্বর চালু করার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন- কেন ‘দিদিকে বলো’ সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
গত ২৪ ঘন্টায়, দিদিকে বলো নম্বরে ১ লক্ষেরও বেশি মানুষ ফোন করেছেন। বর্তমানে ২৫০ জনের বেশি মানুষ, চব্বিশ ঘন্টা এই বিষয়ে কাজ করছেন। আপনাদের এই অভূতপূর্ব প্রতিক্রিয়াকে সামলানোর জন্য আমরা আমাদের ক্ষমতার বৃদ্ধি করছি। আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ। (1/2)
— Didi Ke Bolo (@DidiKeBolo) July 30, 2019
এদিন ‘দিদিকে বলো’ টুইটার হ্যান্ডেলে জানানো হয়, “২৪ ঘণ্টায় এক লক্ষ মানুষ ফোন করেছেন দিদিকে বলো ফোন নম্বরে। ২৪ ঘণ্টা ধরে ২৫০ জনের বেশি কাজ করছে। আপনাদের এই অভূতপূর্ব প্রতিক্রিয়াকে সামলানোর জন্য় আমরা আমাদের ক্ষমতা বৃদ্ধি করছি। আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ।” এছাড়া, “প্রায় ৫০ হাজার মানুষ তাঁদের মতামত বা সমস্যা ডিজিটাল মাধ্যমে দিদিকে বলো ডট কমে জানিয়েছেন।”
সূত্রের খবর, সিপিএম সিদ্ধান্ত নিয়েছে ২০১১ সালের পর থেকে রাজ্যে একের পর এক প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তৃণমূল কংগ্রেস। সেই সব বিষয়েই প্রশ্ন করা হবে তৃণমূল নেত্রীকে।