পেট্রোল-ডিজেলের চড়া দাম নিয়ে এবার সুর চড়ালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ট্যুইটারে মমতা লেখেন, ‘‘জ্বালানির দাম বারবার বেড়েই চলেছে, যার প্রভাব পড়ছে সকলের উপর।’’ তিনি আরও লেখেন যে, সাধারণ মানুষের উপর জোর করে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার এখনও কেন কোনও পদক্ষেপ করছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে যে কেন্দ্রের পদক্ষেপ করা উচিত, সে ব্যাপারেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, আরও চড়া পেট্রোল-ডিজেল, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের
এর আগে এই ইস্যুতে সরব হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও ক’দিন আগে মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে ট্যুইট করেছিলেন রাহুল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করা নিয়ে মোদিকে ব্যাঙ্গ করে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমানোর চ্যালেঞ্জ নেওয়ার কথা লিখেছিলেন রাহুল।
গত কয়েকদিন ধরেই পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবাবে দাম বেড়ে যাওয়ার জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ। শনিবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস অভিনব বিক্ষোভ দেখায় ধর্মতলায়। প্রতিবাদ মিছিলে ছিল হাতে টানা রিকশা ও ঘোড়া। গত শুক্রবার কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস।