Advertisment

‘নাগরিকত্ব আইন নিয়ে গণভোট হোক’, মোদী সরকারকে বেনজির চ্যালেঞ্জ মমতার

‘‘বুকের পাটা থাকলে গণভোটে এগিয়ে আসুন। আপনারা নয়, রাষ্ট্রসংঘ করবে’’। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
মমতা বন্দ্যোপাধ্যায়, মমতার খবর, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, mamata banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধিতায় মোদী সরকারের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ-এনআরসি ইস্যুতে গণভোটের দাবি জানালেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পিতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় মমতা বলেন, ‘‘বুকের পাটা থাকলে গণভোটে এগিয়ে আসুন। আপনারা নয়, রাষ্ট্রসংঘ করবে’’।

Advertisment

বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় মমতা বলেন, ‘‘বুকের পাটা থাকলে একটা ভোট হোক। সারা দেশে গণভোট হোক সিএএ ও এনআরসি নিয়ে। আপনারা (মোদী সরকার) করবেন না, রাষ্ট্রসংঘ করবে। রাষ্ট্রসংঘ, মানবাধিকার কমিশন, আর বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হোক। আমরা চাই, তারা ভারতবর্ষে গণভোট করুক। দেখা যাক এই আইন কতজন মানছেন আর কতজন মানছেন না। যদি না মানেন, তাহলে বলুন ইস্তফা দিতে বাধ্য হবেন। আগুন নিয়ে খেলবেন না’’।

আরও পড়ুন: দেশ জোড়া প্রতিবাদ-বিক্ষোভের মুখে জরুরি বৈঠকের ডাক স্বরাষ্ট্রমন্ত্রকের

সিএএ-এনআরসি-র প্রতিবাদ জানাতে দেশের সকলকে একত্রিত হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘‘সারাদেশের সবাইকে বলছি। সবাই রাস্তায় নামুন। কখনও রাস্তায় নামতে হয়। ভুলে যান রাজনৈতিক দলের নাম কী, ভুলে যান সম্প্রদায়ের নাম কী, সকলে একত্রিত হয়ে নামুন’’।

অন্যদিকে, মোদী বাহিনীকে বিঁধতে এদিন ইসরোর মঙ্গলাভিযানের প্রসঙ্গও টানেন মমতা। এ প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, ‘‘চন্দ্রাভিযানের ধাক্কা খেয়েছেন মনে আছে? সকলে তাকিয়ে ছিলাম সেদিন। ওটা প্রথম ধাক্কা। জনগণ চাইনি আপনাদের। যত দিন যাবে একটা করে ধাক্কা খাবেন। মানুষকে ধাক্কা দিলে নিজেকে ধাক্কা খেতে হয়’’।

আরও পড়ুন: ‘দিদিমণি হাঁটা প্র্যাক্টিস করছেন, একুশের পর তো হাঁটতেই হবে’, কটাক্ষ দিলীপের

এদিন রানি রাসমণির সভা শুরুর সময় কাঁসর ঘণ্টা বাজান মমতা। এ প্রসঙ্গে ফের মোদীর পোশাক-মন্তব্যের প্রসঙ্গ টেনে বিজেপিকে দুষে মমতা বলেন, ‘‘পোশাক দেখে চেনা যায়? ঘণ্টা দেখেও চেনা যায়। চেনো আমায়? মাঙ্গলিক ঘণ্টা বাজাচ্ছি। এর কত মানে হয়। বুঝে নাও। কেউ বলবে বিদায় ঘণ্টা, কেউ বলবে বিসর্জনের ঘণ্টা। কোনওদিন শাঁখ বাজাব, কোনওদিন ঘণ্টা বাজাব, কোনওদিন বাউল গান হবে’’।

অন্যদিকে, ‘আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়’, অমিত শাহের এহেন মন্তব্যের প্রেক্ষিতে এদিনও সরব হন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আধার কার্ড করতে বলেছিল ক’দিন আগে। আধার এখন অন্ধকারে চলে গিয়েছে!’’। এরপরই বিজেপিকে কটাক্ষের সুরে মমতা বলেন, ‘‘বিজেপি ওয়াশিং মেশিন মাদুলি। বিজেপি করলে ভাল, না করলে কালো। বিজেপি করলে পেলে, না করলে গেলে অথবা জেলে। এটা রাজনীতি হচ্ছে!’’

Mamata Banerjee
Advertisment