Advertisment

শাহী ব়্যালির পাল্টা তৃণমূলের, এবার বোলপুরে রোড-শো মমতার

রোড শো-তে কমপক্ষে ২ লক্ষ মানুষের জমায়েত হবে বলে চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শাসক-বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই। অমিত শাহের পালটা এবার বোলপুরেই মিছিল করবে তৃণমূল। আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে রোড শো। সোমবার এই ঘোষণা করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রোড শো-তে কমপক্ষে ২ লক্ষ মানুষের জমায়েত হবে বলে চ্যালেঞ্জ তাঁর।

Advertisment

এই ব়্যালি সম্পর্কে সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি ২৯ তারিখ বীরভূমে ব়্যালি করব। বাংলার সংস্কৃতিকে সম্মান জানিয়ে মাটির মানুষদের নিয়ে ওই মিছিল হবে।'

রবিবারই কেষ্ট গড়ে ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেছেন অমিত শাহ। প্রায় ১ কিলোমিটার রাস্তায় জনস্রোত চোখে পড়েছে। যা দেখে তৃণমূলকে খোঁচা দিতেও ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ নিজে দাবি করেন, রোড শো’তে এরকম ভিড় কোনওদিন দেখেননি। রোড শো’কে ‘ঐতিহাসিক’ বলেও দাবি করেছিলেন তিনি। সাফ জানান এই জনস্রোতই পরিবর্তনের ইঙ্গিত। ২১-এ বাংলায় সরকার গড়বে বিজেপি।

ওই দিন বিকেলে যেসময় শাহী ব়্যালি হচ্ছে ঠিক তখনই বঙ্গধ্বনি যাত্রা করছিল তৃণমূল। যার নেতৃত্বে ছিলেন বীরভিমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ওই মিছিলে ভিড়রে 'বহিরাগত' বলেই দেগে দেন অনুব্রত। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দেন ‘বিজেপি বহিরাগতদের এনে এই ব়্যালি করছে। আমি জেলার লোক নিয়ে মিছিল করি। কয়েকটা ব্লক নিয়ে মিছিল করলেই এর থেকে বেশি ভিড় জমিয়ে দিতে পারি।’

একই সঙ্গে বলেন, ‘আগামী ৪ জানুয়ারি থেকে জেলার বিভিন্ন এলাকায় সভা শুরু হবে। প্রতিটা ব্লকে ৮০ হাজার করে লোক থাকবে।’ এরপরই তৃণমূল নেত্রীর পদযাত্রার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘মমতাদির সভা-মিছিল হলে পাঁচ-ছয়’টা ব্লক থেকে মিছিল তাতেই চার-পাঁচ লাখ লোক হয়ে যায়। এসব আমাদের কাছে কোনও ব্যাপার নয়।’

সেই দাবি কতটা বাস্তবায়িত হয় এখন সেদিকেই নজর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee anubrata mondal tmc
Advertisment