Advertisment

রান্নার গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধি: 'লুঠ চালাচ্ছে কেন্দ্র', তোপ মমতার

টুইটে মমতার দাবি, 'কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ভারতের জনগণকে কষ্ট দেওয়া বন্ধ করুক।'

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee slams modi govt over lpg price hike

নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। এবার রান্নার গ্যাসের দামও লিটার প্রতি বাড়ল ৫০ টাকা করে। লাগাতার দামবৃদ্ধির ফলে নাভিশ্বাস অবস্থা আম আদমির। ক্রমাগত সাধারণ দেশবাসীর উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপায় গর্জে উঠল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার ‘গ্রেট ইন্ডিয়ান লুট’ চালাচ্ছে বলে অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। টুইটে মমতার দাবি, 'কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ভারতের জনগণকে কষ্ট দেওয়া বন্ধ করুক।'

Advertisment

এ দিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রেী সরকার। লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে।দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদি সরকার। লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে।'

একইসঙ্গে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী লেখেন, 'সংবাদমাধ্যমকে চুপ থাকতে দেখে খারাপ লাগছে।'

Mamata Banerjee modi LPG Price Hike
Advertisment