scorecardresearch

‘তৈরি হোন, জোট বাঁধুন’, বিজেপিকে রুখতে মুখ্যমন্ত্রীদের বার্তা মমতার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চেও কেন্দ্রকে তুলোধনা মমতার। ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূলনেত্রী।

Mamata Banerjee suggests to make a team with chief ministers to fight against bjp
টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চেও বিজেপি-বিরোধিতায় সোচ্চার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীদের নিয়ে জোট তৈরির ডাক তৃণমূলনেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরেদের হেনস্থা করছে। রাজ্যের বরাদ্দ দিচ্ছে না। অথচ কর নিয়ে চলে যাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। তাই বলছি তৈরি হোন, জোট বাঁধুন।’

শনিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। করোনা পরিস্থিতির জেরে এবার টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে এদিন বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও কেন্দ্রের শাসকদলকে বিঁধে নানা মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। এদিনও স্বভাবসিদ্ধ ঢঙেই বিঁধলেন গেরুয়া শিবিরকে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘এত প্রতিহিংসাপরায়ণ দল দেখিনি। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আজ বিপন্ন।’

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এর আগেও জাতীয়স্তরে জোট তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের একবার সেই বার্তাই দিলেন তৃণমূলনত্রী। বিজেপির আমলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এব্যাপারে মুখ্যমন্ত্রীদের নিয়ে কেন্দ্র-বিরোধী জোট তৈরির ডাক তৃণমূল সুপ্রিমোর। মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে এদিন বলেন, ‘দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিপন্ন। সরকারি আধিকারিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। সব মুখ্যমন্ত্রী রাজি হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা হতে পারে।’

আরও পড়ুন- ‘ব্ল্যাকমেল’ করেন ধনকড়, ভয়ঙ্কর অভিযোগ মমতার

তৃতীয়বার রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর এটাই ছিল দলের ছাত্র সংগঠনের প্রথম প্রতিষ্ঠা দিবস। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে প্রধান মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের তাবড় রাজনীতিবিদরা মোদী-বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একরোখা মনোভাবের প্রশংসা করেছেন। তিনবারের জন্য বঙ্গ বিজয়ের পর জাতীয় রাজনীতিতে এখন অনেক বেশি প্রাসঙ্গিক তৃণমূল। বিজেপি বিরোধীরা পাখির চোখ করে এগোচ্ছে ২০২৪-এর লোকসভা ভোটকে। তৃণমূলও লোকসভা ভোটের আগে দলের সাংগঠনিক শক্তি বাংলার সীমা ছাড়িয়ে ত্রিপুরা ও অসমে পৌঁছে দিতে মরিয়া। এই পরিস্থিতিতে দলের ছাত্র সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার প্রয়াস তৃণমূলের।

আরও পড়ুন- সস্ত্রীক অভিষেককে ইডির তলবে ‘ক্ষুব্ধ’ মমতা, তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

এদিন, বিজেপি বিরোধিতার পাশাপাশি দলের ছাত্র সংগঠনকে চাঙ্গা করতেও আগাগোড়া সচেষ্ট ছিলেন তৃণমূলনেত্রী। রাজনীতিতে তরুণ সমাজের যোগদান আরও বেশি জরুরি বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো। বাংলার ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশকে পথ দেখাবে বলেও এদিন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলনেত্রীর এই ভাষণ জেলা-জেলায় বড় স্ক্রিনে সম্প্রচারের বন্দোবস্ত করেছিল রাজ্যের শাসকদল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee suggests to make a team with chief ministers to fight against bjp