Mamata Banerjee TMCP foundation day live: তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসে যুব ছাত্রদের উদ্দেশে একাধিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee TMCP foundation day rally live updates: ছাত্রদূর্নীতি নিয়ে একাধিক ঘটনা উঠে আসছিল শিরনাম। কাজেই আজ মুখ্য়মন্ত্রী কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে ছিলেন প্রত্যেকে। সমাবেশের মঞ্চ থেকে একাধিক বার্তা দিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

Mamata Banerjee TMCP foundation day live Express Photo-Shashi Ghosh

আজ ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোড থেকে বক্তব্য রাখলেনন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রদূর্নীতি নিয়ে একাধিক ঘটনা উঠে আসছিল শিরনাম। কাজেই আজ মুখ্য়মন্ত্রী কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে ছিলেন প্রত্যেকে। সমাবেশের মঞ্চ থেকে একাধিক বার্তা দিয়েছেন তিনি। স্বভাবতই প্রশ্ন তুলেছেন বিরোধীদলের কার্যকলাপ নিয়েও। পাশাপাশি আগামী দিনে টাকার জন্য নয়, শান্তি বজায় রেখে কাজের নির্দেশও দিয়েছেন তিনি। লোকসভা ভোটের আগে এটাই ছিল শেষ সমাবেশ, কাজেই রাজনৈতিক দিক থেকে আজকের এই সভা ছিল বেশ তাৎপর্যপূর্ণ।

Advertisment

Mamata Banerjee Addresses the TMCP foundation day Rally LIVE updates

1:40 PM 

জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisment

1:37 PM 

এনআরসি নিয়ে বিজেপিকে আক্রমণ নেত্রীর। আগামী ১৫ দিনের মধ্যেই দল গঠন করা হবে, ইন্ট্রোডাকশন সেশনও হবে। নেত্রীর নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়কে।

1:35 PM 

একটা অ্যাক্ট বানিয়ে নিজেদের মধ্যে কমিউনিটি গড়া হোক। এতে সুবিধা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে ছাত্রছাত্রীদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করার জন্য উদ্যোগী হওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী।

1:27 PM 

বাংলা ধ্বংস করা যাবে না, বাংলা গড়ব, বাংলার জন্য লড়ব  বাংলার চোখ দিয়েই সারা বিশ্বকে দেখাব,এই হোক আজকের শপথ: মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, যুবশ্রী নিয়ে একাধিক বার্তা তাঁর। জন্ম থেকে মৃত্যু স্কিম রেখেছে বলে দাবি রাজ্য সরকারের। ৫০ শতাংশ রিজার্ভেশন রয়েছে মহিলাদের জন্য়: মমতা বন্দ্যোপাধ্যায়।

1:23 PM 

আমি সেই ছাত্র যৌবন কে চাই, যাঁরা টাকার কাছে মাথা নত করবে না। এক যঘন্যতম জায়গায় এসেছে দাঁড়িয়েছে আমাদের দেশ। কলকাঠি নাড়ছে বিরোধী দল, সারাদেশে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে। আগামীর হাল ধরুক যুব ছাত্ররা, ওরাই ভবিষ্যত, ওঁদের দায়িত্ব অনেক। এমনটাই বললেন মমতা।

1:17 PM 

ধর্ম নিয়ে হানাহানি তৈরি করছে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূল সভানেত্রীর । ২০১৯, বিজেপি হবে ফিনিশ  এই বার্তা মুখ্যমন্ত্রীর।

publive-image Mamata Banerjee TMCP foundation day live ছবি শশী ঘোষ

1:11 PM

মেয়ো রোড থেকে ছাত্র-যুবদের একাধিক বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি সিপিএম এবং বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। খুনোখুনির রাজনীতি বরদাস্ত হবে না বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায় "দেশে কালিদাস না থাকলেও, বহু হরিদাস জন্ম নিয়েছে দেশে। তাঁরাই ঠিক করছেন কার কী করা উচিৎ, এটা বরদাস্ত করা হবে না।"

1:10 PM

সভানেত্রী বলেন "টাকার বিকল্প আছে, ডেডিকেশনের বিকল্প নেই। টাকা দিয়ে চরিত্র নষ্ট নয়। একদিনে জীবন ফুরিয়ে ফেলবে নাকি একদিনেই জীবন ফুরিয়ে ফেলবে সেটা তোমাকে স্থির করতে হবে।" এই পতাকা হাতে নিয়ে নিজেকে বীর বলেই মনে করা উচিৎ বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

1:00 PM

ছাত্র রাজনীতি জীবনের একাধিক স্মৃতির কথা বলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "কাজ করতে গেলে লবি করার প্রয়োজন নেই। এটাই সংগ্রামী জীবনের সর্বশ্রেষ্ঠ কাহিনী, কাজি পরিচিতি দেবে" একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন "স্ট্রাগলের দাম টাকা পয়সায় হয় না। ছাত্ররাই আগামীর ভবিষ্যত।"

12: 55 PM

 বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   ।

12: 51 PM

TMCP সমাবেশ থেকে। ছবি- শশী ঘোষ

12: 48 PM

বক্তব্য রাখছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদিকা লগ্নজিতা চক্রবর্তী।

12: 45 PM

"বাংলায় বিজেপির নেতা নেই, দিল্লি থেকে ভাড়া করা লোক নিয়ে বাংলা দখল করা যাবে না"- অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্ট থেকে ভোট যেখানেই লড়বে তৃণমূলই জিতবে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনি আরো বলেন ছাত্র যুব আন্দোলন চলবেই ।

12: 35 PM

বক্তব্য রাখছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল রাজ্য কমিটির সমস্ত কর্মীবৃন্দ সহ উপস্থিত সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি। বিজেপিকে নিশানা করে গত ১১ তারিখের বিজেপি সমাবেশকে সার্কাস বলেই দাবি করেছেন তিনি। " বদলা নয়, আমরা বদল চাই, ধ্বংশের রাজনীতি আমরা করিনা।" বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

12:30 PM 

সভাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য পেশ করবেন তিনি।

12: 19 PM

12: 15 PM

12: 10 PM

উপস্থিত রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ আরও অনেকে।

12: 05 PM

ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে, বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রীরা এসে পৌঁছে গিয়েছেন। লোকসভা ভোটের আগে এটাই শেষ সমাবেশ, কাজেই রাজনৈতিক দিক থেকে বেশ তাত্ৎপর্যপূর্ণ এই সমাবেশ একথা মনে করছেন প্রত্যেকেই।

12:00 PM

TMCP মেয়ো রোড থেকে সরাসরি। ছবি শশী ঘোষ।

11:58 AM

TMCP মেয়ো রোড থেকে সরাসরি। ছবি শশী ঘোষ।