Advertisment

বিরোধীদের প্রার্থী কি গোপালকৃষ্ণ? মমতার ডাকা বৈঠকে আজই চূড়ান্ত নাম

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শরদ পওয়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata meeting, Mamata Oppn meeting, Presidential election 2022, Mamata Banerjee, AAP, TMC, Indian Express news

বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি প্রথম পছন্দ বিরোধীদের একাংশের।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরগরম দিল্লি। আজ, বুধবার রাজধানীতে বিরোধী দলগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই বিরোধীদের তরফ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত হতে পারে। শোনা যাচ্ছে, বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি প্রথম পছন্দ বিরোধীদের একাংশের। প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে মহাত্মা-পৌত্রকে। তবে তিনি এখনও চূড়ান্ত কিছু জানাননি বলে খবর।

Advertisment

উল্লেখ্য, গতকালই দিল্লি উড়ে গিয়েছেন মমতা। তৃণমূল নেত্রী তার পর বৈঠক করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে। তিনি বিরোধীদের অন্যতম বাজি হতে পারেন বলে মনে করা হচ্ছে। মমতা তাঁকে বিরোধীদের প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন বলে সূত্রের খবর। তবে পিটিআই সূত্রে খবর, তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

প্রসঙ্গত, মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র প্রার্থীর পাল্টা বিরোধীদের একজন জনপ্রিয় মুখকে দাঁড় করাতে চান। যিনি হবেন সংসদে বিরোধীদের একজন প্রবাদপ্রতীম চেহারা। তবে সংসদের বাইরের লোকও তালিকায় রয়েছে। গোপালকৃষ্ণ গান্ধি ২০১৭ সালে উপরাষ্ট্রপতি পদের জন্য বিরোধীদের মনোনীত প্রার্থী হয়েছিলেন। তবে হেরে যান বেঙ্কাইয়া নায়ডুর কাছে। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলার রাজ্যপালের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন দিল্লির বাড়িতে বৈঠক মমতার সঙ্গে, রাষ্ট্রপতি পদে প্রার্থী শরদ পাওয়ার?

যদিও মমতার পদক্ষেপকে কটাক্ষ করেছে বাম দলগুলি। মমতার নিজেই বিরোধীদের বৈঠক ডাকায় অসন্তুষ্ট সিপিএম এবং সিপিআই। তবে তারা জানিয়েছে, বুধবার তারা নিজেদের সাংসদদের বিরোধী বৈঠকে পাঠাবে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, শীর্ষ নেতৃত্ব তৃণমূল সুপ্রিমোর ডাকা বৈঠকে থাকবে না।

ইয়েচুরি মমতাকে চিঠি লিখে অভিযোগ করেছেন, বিরোধীদের এমন বৈঠক ডাকার আগে সবার সঙ্গে শলা-পরামর্শ করা উচিত ছিল। যাতে সবাই বৈঠকে যোগ দিতে পারে।

Mamata Banerjee President of India
Advertisment