Advertisment

মোদীর জন্য আজ দু’ঘণ্টা অপেক্ষা করেছেন মমতা!

মোদীর ঘোষণার জন্য তিনিও অপেক্ষা করে বসেছিলেন বলে বুধবার জানিয়েছেন মমতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এমন টুইট করল, যেন কালবৈশাখী আসছে, কিন্তু একটা ছোট মেঘও দেখা গেল না। শুধু সময় নষ্ট।’’

author-image
IE Bangla Web Desk
New Update
modi, mamata, মোদী, মমতা

মোদী ও মমতা।

মোদী কী বলবেন? কী এমন ‘গুরুত্বপূর্ণ’ ঘোষণা করবেন? বুধবার সকালে প্রধানমন্ত্রীর টুইট দেখা মাত্র এই প্রশ্নই ঘুরেছে দেশবাসীর মনে। সব কাজ ফেলে টিভির দিকে চোখ রেখেছিল আসমুদ্রহিমাচল। তবে শুধু আম জনতাই নয়, ভোটের মুখে তাঁর প্রধান প্রতিপক্ষ কী বলবেন, তা শুনবেন বলে রীতিমতো অপেক্ষা করে বসেছিলেন মমতা। তবে শেষ পর্যন্ত মোদীর ‘মিশন শক্তি’ ঘোষণায় ‘সময় নষ্ট’ বলে মনে হয়েছে মমতার। মোদীর ঘোষণার জন্য তিনিও অপেক্ষা করে বসেছিলেন বলে বুধবার জানিয়েছেন মমতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এমন টুইট করল, যেন কালবৈশাখী আসছে, কিন্তু একটা ছোট মেঘও দেখা গেল না। শুধু সময় নষ্ট।’’

Advertisment

বুধবার কালীঘাটে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করতে গিয়ে মোদীর এদিনের ঘোষণা প্রসঙ্গে মমতার কটাক্ষ, ‘‘সকালে দু’ঘণ্টা ধরে ফালতু পাবলিসিটি করল। সকালে একটা টুইট করল। ব্যাস, সবাই দু’ ঘণ্টা ঘরে বসে থাকল। সবাই অপেক্ষা করছে। কালবৈশাখী আসছে। কিন্তু একটা ছোটও মেঘও দেখা গেল না। আর সবাই জোক করছে এখন। শুধু শুধু সময় নষ্ট। ফালতু পাবলিসিটি সব। ভাই, আমিও বসেছিলাম টিভির সামনে। আমারও দু’ঘণ্টা সময় নষ্ট হয়েছে।’’

আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: চৌকিদার পছন্দ করি, তবে রাজনৈতিক চৌকিদার নয়: মমতা

এরপরই মমতা বলেন, ‘‘আমি তো ভাবলাম দেশে কী না কী একটা হতে যাচ্ছে। আবার ভাবলাম, উনি কি তবে ভোটে দাঁড়াবেন না? আবার এটাও ভাবছিলাম, উনি কি বলছেন, উনি প্রধানমন্ত্রী হবেন না? আডবানীজিকে প্রধানমন্ত্রী করবেন? নানারকম ভাবছিলাম। ও মা! তারপর যখন দেখলাম মিশন শক্তি। ফালতু সময় নষ্ট।’’

Advertisment

আরও পড়ুন,Lok Sabha Election 2019: তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে কী প্রতিশ্রুতি দিলেন মমতা?

এ প্রসঙ্গে মমতা আরও বলেছেন, ‘‘ভোটের আগে আরও অনেক স্ট্রাইক হবে। স্যাটেলাইট ধ্বংসের কথা গবেষকদের দিয়ে ঘোষণা করতে পারত। সবটাই মোদীর পরিকল্পনা’’

অন্যদিকে, মমতার পাশাপাশি মোদীর জাতীর উদ্দেশে এহেন ভাষণ নিয়ে কটাক্ষ করেছেন রাহুল গান্ধীও। টুইটারে রাহুল লিখেছেন, ‘‘সাবাশ! ডিআরডিও, আপনাদের কাজের জন্য গর্বিত। আর প্রধানমন্ত্রীকে বিশ্ব থিয়েটার দিবসের শুভেচ্ছা।’’

Mamata Banerjee PM Narendra Modi
Advertisment