/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/03/mamata-panchayat.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
মাত্র দু’মাস আগের ঘটনা, রামনবমী ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার আগুন জ্বলেছিল। এ রাজ্যে সাম্প্রদায়িকতা নিয়ে হিংসা ছড়ানোর পিছনে বিজেপিকেই বরাবর কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজ্যে যাতে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া না দিতে পারে, সেদিকে সর্বদাই সতর্ক মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ দিনটিতে সাম্প্রদায়িকতা নিয়ে আরও একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে এদিন ফের সংহতির বার্তা দিলেন তিনি।
এদিন একটি ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে রাজ্যে সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নেই। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আমাদের সরকার বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাস করে। বাংলার মানুষের হৃদয়ে সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই।’’
আরও পড়ুন, পঞ্চায়েত ভোটে হিংসায় নিহতদের পাশে রাজ্য সরকার
Today is World Day for Cultural Diversity for Dialogue and Development. Our State Government has always believed in unity in diversity. Communalism has no place in the minds and hearts of the people of Bengal
— Mamata Banerjee (@MamataOfficial) May 21, 2018
২০১৬ সালে হাওড়ার ধূলাগড়ে, এ বছরের মার্চ মাসে আসানসোল, রানিগঞ্জেও হিংসা ছড়ায়। যে ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। হিন্দুত্ববাদের নাম করে বিজেপি আদতে রাজ্যে হিংসা ছড়াচ্ছে বলে প্রতিবারই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: প্রধানমন্ত্রীর মন্তব্য অপ্রত্যাশিত, বললেন মমতা
বিভিন্ন রাজ্যের সাম্প্রদায়িক হিংসা নিয়ে গত ৬ ফেব্রুয়ারি সংসদে তথ্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। সেখানে দেখা গেছে, গত তিন বছরে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক গোলমাল ব্যাপক আকারে বেড়েছে।