Advertisment

৭৫ দিনে ২.৫ কোটি হৃদয় জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে মমতা ব্রিগেড

মমতা বলেন, "আমাদের আরও নম্র, আরও বিনয়ী হতে হবে। অহংকার মন থেকে সরিয়ে দিন। মানুষের জন্য ভালো কাজ করে যান।"

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

পুরভোটের ঢাকে কাঠি পড়েছে। একুশে বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনই সেমিফাইনাল। এমতাবস্থায় দলের রাশ শক্ত করতে সোমবার তৃণমূলের তরফে ঘোষণা করা হল বিশেষ জনসংযোগ কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’। তৃণমূল সূত্রে দাবি, ইতিমধ্যে বাংলায় দারুণ সাড়া ফেলেছে 'দিদিকে বলো’ কর্মসূচি। এরপরই এবার মে মাস থেকে শুরু হচ্ছে ৭৫ দিনের এই নয়া কর্মসূচি। 'বাংলার গর্ব মমতা'র জন্য রাজ্য জুড়ে ২.৫ কোটি মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে ৭৫ হাজার ঘাসফুল কর্মী পৌঁছবেন বাংলার ঘরে ঘরে।

Advertisment

আরও পড়ুন: তৃণমূলের নয়া চমক! ‘বাংলার গর্ব মমতা’ আদতে কী?

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলের কর্মী এবং বিধায়কদের জনসংযোগ বৃদ্ধি করতে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এই কর্মসূচির লক্ষ্য হ'ল দলের মধ্যে এবং সমাজের সকল স্তরের লোকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। সব নেতা এবং কর্মীদের আন্তরিকভাবে এই প্রচারে অংশগ্রহণ করা উচিত।" মমতা আরও বলেন, "আমাদের আরও নম্র, আরও বিনয়ী হতে হবে। অহংকার মন থেকে সরিয়ে দিন। মানুষের জন্য ভালো কাজ করে যান।" সোমবার দলের কর্মীদের রাজ্য জুড়ে জনসংযোগ করার কথা সাফ জানিয়ে দেন তিনি। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাজ্যের উন্নয়ন ও বিকাশের জন্য কাজ করার কথাও বলেন তৃণমূল সভানেত্রী।

আরও পড়ুন: ‘বলার আগে দু’বার ভাবুন’, মমতাকে চরম হুঁশিয়ারি গেরুয়া নেতৃত্বের

এক বর্ষীয়াণ তৃণমূল নেতা বলেন, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছেন দলনেত্রী। কিন্তু পুরভোটের আগেই তা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ১০৭টি পুরসভায় নির্বাচন হওয়ার কথা। মোট কথা, কলকাতা-সহ শহরতলী এবং জেলার পুরসভাগুলির এই ভোটকে ছোটখাটো বিধানসভা নির্বাচন মনে করেই লড়াইয়ের ময়দানে নামছে মমতা ব্রিগেড। এজন্য পুরো পরিকল্পনা এবং কর্মসূচি সাজিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক।

আরও পড়ুন: কলকাতায় ‘গোলি মারো’ স্লোগানকাণ্ডে গ্রেফতার আরও এক

জানা গিয়েছে, মোট তিনটি পর্বে সাজানো হয়েছে এই গোটা ৭৫ দিনের প্রচার। প্রথম ধাপে দলের নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগস্থাপন করবেন এবং পরবর্তীতে দলে যাঁরা কাজ করার সুযোগ পাননি তাঁদের দলের কাজের অংশীদার করতে হবে এবং পুরষ্কৃতও করা হবে। দ্বিতীয় দফায় দলের কর্মীরা সমাজের দলিত এবং জনজাতি সম্প্রদায়ের সঙ্গেও যোগাযোগ স্থাপন করবে। শেষ পর্বে সমাজের যুব সমাজ, মহিলা এবং অন্যান্যদের কাছেও যাবেন তাঁরা। 'এ রাজ্যে বিকল্প কেবল মমতা বন্দ্যোপাধ্যায়'ই- এই ভাবনাই জনমানসে পৌঁছে দিতে আদা জল খেয়ে জনসংযোগে নামার বার্তা দেওয়া হয়েছে ঘাসফুল জনতাকে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee tmc
Advertisment